নাজমুস সাহাদাত, কালিয়াচক, আপনজন: বৃহস্পতিবার মালদহের কালিয়াচক-১ ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় কালিয়াচক টাউন লাইব্রেরীতে বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান অনুষ্ঠান। এছাড়াও ছিল কংগ্রেস-বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কর্মসূচী। এদিনের এই বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ও যোগদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, তৃণমূল কংগ্রেস মালদা জেলা সভাপতি তথা মালতিপুর বিধানসভার বিধায়ক আব্দুর রহিম বক্সি, বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার, তৃণমূল কংগ্রেসের মালদা জেলা মুখপাত্র আশিস কুন্ডু, মালদা জেলা পরিষদ বন ও ভূমি সংস্কার কর্মাধ্যক্ষ আব্দুর রহমান, মালদা জেলা তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি শুভদীপ স্যান্যাল, কালিয়াচক-১ পঞ্চায়েত সমিতির সভাপতি আলিউল হক, পূর্ত কর্মদক্ষ কামাল হোসেন, মালদা জেলা সাধারণ সম্পাদক কামাল হোসেন, কালিয়াচক-১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সারিউল সেখ সহ অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব। এদিনের বিজয়া সম্মিলনী উপলক্ষে এক সাংস্কৃতিক নৃত্য, গান ও সংবর্ধনা শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় নৃত্য ও গানের শিল্পী এবং পূজো কমিটিদের বিজয়া সম্মিলনীর শারদ শুভেচ্ছা সম্মাননা তুলে দেওয়া হয়। এছাড়াও যোগদান কর্মসূচিতে কালিয়াচক-১ ব্লকের নওদা যদুপুর অঞ্চলের ১০ জন কংগ্রেস গ্রাম পঞ্চায়েত সদস্য, ২ জন পঞ্চায়েত সমিতির সদস্য, আইএসএফ ৪ জন গ্রাম পঞ্চায়েত এবং যদুপুর অঞ্চলের ২৭ জন নেতৃত্ব ও কর্মীরা যোগদান করেন। এবং সিলামপুর অঞ্চলের ২ জন কংগ্রেস সদস্য ও ১ জন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য জেলা ও ব্লক নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ধরে যোগদান করে। কালিয়াচক-১ ব্লক তৃণমূল সভাপতি সারিউল সেখ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও উন্নয়ন দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। নওদা যদুপুর অঞ্চলের কার্যকরী সভাপতি আমিনুজ্জামান সেখ জানান, বিভিন্ন কাজে নেতৃত্বের অভাব ও বঞ্চিত অনুভব করেছি, তাই তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct