নিজস্ব প্রতিবেদক, শিলিগুড়ি, আপনজন: ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ কে আইনে পরিণত হওয়া ঠেকাতে জলপাইগুড়ি শহরের রাজপথে মহা মিছিল হল ও রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি প্রেরণ করা হল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ বা নিপ্রম-এর তরফ থেকে।
নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের সর্বোচ্চ কমিটি পরামর্শ পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সভাপতি যথাক্রমে কাওসার আলম ব্যাপারী ও সাব্বির হোসেন ; জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মাওলানা মাজিদুল ইসলাম ও সম্পাদক মোনারজি ইসলাম , সাহানুর হোসেন , পরামর্শ পরিষদের সদস্য সওকাত আলী, সম্রাট হক মকসেদ হোসেন সহ বিভিন্ন নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিবাদী মহা মিছিল সম্পন্ন হয়।
নিপ্রম নেতৃত্ব এ বিষয়ে বলেন, ভারতের নাগরিক হিসেবে প্রত্যেক ভারতীয় সংবিধান অনুসারে তাদের ধর্মীয় বিশ্বাস পালনের অধিকারী। সে হিসেবে এদেশের মুসলমানদেরও তাদের ধর্মীয় বিশ্বাস অনুশীলন করার পূর্ণ অধিকার রয়েছে।
প্রস্তাবিত ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ আইনে পরিণত হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে সহায়ক হতে পারে। তাই একটি দেশ দরদী অরাজনৈতিক সংগঠন হিসাবে আমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছি। তারই ধারাবাহিকতায় জলপাইগুড়ির রাজবাড়ী দিঘির সামনে থেকে জলপাইগুড়ি শহরের রাজপথে মহা মিছিল করে জলপাইগুড়ি জেলা শাসকের মাধ্যমে দেশের মাননীয়া রাষ্ট্রপতির কাছে প্রতিবাদ পত্র দাখিল করা হয়। এত হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। স্মারকরিপির মাধ্যমে দেশের রাষ্ট্রপতির ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবিত ওয়াকফ বিল, আইনে পরিণত না করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct