এহসানুল হক, বসিরহাট, আপনজন: হাড়োয়া কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত আই এস এফ প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে।ঘূর্ণিঝড় দানার প্রভাবে এদিন সকাল থেকে নাগাড়ে বৃষ্টিকে উপেক্ষা করে বসিরহাট টাউনহল সংলগ্ন কমরেড প্রমোদ দাশগুপ্ত স্মৃতি ভবন চত্বরে জড়ো হয় বামফ্রন্ট ও আই এস এফের কর্মী সমর্থকরা।
আসেন বামফ্রন্ট ও আই এস এফের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শুরু হয় মিছিল। বামফ্রন্ট সমর্থিত আই এস এফ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার পাশাপাশি আর জি কান্ডে উই ‘ওয়ান্ট জাস্টিস’ স্লোগান ওঠে মনোনয়ন পত্র জমা দেওয়া মিছিলে। ইটিন্ডা রোড ধরে মিছিল আসে বসিরহাট বোটঘাট সংলগ্ন মহকুমা শাসকের মূল প্রবেশদ্বারে।
মিছিলে পা মেলান বামফ্রন্টের পক্ষে সিপিআই(এম) নেতা আহমেদ আলি খান, রাজীব বিশ্বাস,অধীর মল্লিক,আই এস এফের চেয়ারম্যান বিধায়ক নৌশাদ সিদ্দিকী এবং জেলা সভাপতি তাপস ব্যানার্জি, উত্তর ২৪ পরগনা আইএসএফ পার্টির যুগ্ম সম্পাদক মুসা কারিমুল্লা , কুতুবউদ্দিন ফাতিহি সহ অন্যান্য। উপস্থিত ছিলেন সিপিআই(এম) নেতা প্রতাপ নাথ।
জয়ের ব্যাপারে আশাবাদী আই এস এফ প্রার্থী আইনজীবী পিয়ারুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিক্ষা এবং স্বাস্থ্যে হাড়োয়া অনেক পিছিয়ে গিয়েছে।গণতান্ত্রিক পরিবেশ বলে এখানে কিছুই নেই। শুধু লুট আর লুট।
আই এস এফ চেয়ারম্যান বিধায়ক নৌশাদ সিদ্দিকী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে জানান,শান্তিপূর্ণ নির্বাচন হলে এবং মানুষ যদি তার পূর্ণ সমর্থন দেওয়ার সুযোগ পায় তবে রাজ্যের ৬টি উপনির্বাচনে তৃণমূলের পরাজয় নিশ্চিত। ফ্যাসিস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে বাংলার মানুষ আর চাইছে না।পুলিশে উদ্দেশ্যে তিনি বলেন হাড়োয়া বিধানসভা কেন্দ্রে যত সমাজবিরোধী আছে তাদের সবাইকে গ্রেফতার করতে হবে।যেখানে যত বেআইনি অস্ত্র, বোমা মজুত করে রাখা আছে তা উদ্ধার করে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct