নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া, আপনজন: ‘ইতিমধ্যে আমরা জিতে গেছি, এখন জয়ের ব্যবধান বাড়ানোই লক্ষ্য’ বৃহস্পতিবার, খাতড়া মহকুমাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। একই সঙ্গে, বিরোধীদের মাঠে ময়দানে দেখাই যায়না, কিন্তু নেতা তৃণমূল কর্মীরা ২৪×৩৬৫ দিন মানুষের সাথে মানুষের পাশে থাকেন, ফলে জয় নিয়ে তিনি বিন্দুমাত্রও ভাবিত নন।
তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু তাঁর অন্যতম প্রতিদ্বন্দি বাম প্রার্থীকে নিয়ে কোন মন্তব্য না করলেও বিজেপি প্রার্থীকে আক্রমণ করার সুযোগ হাত ছাড়া করতে চাননি। তিনি বলেন, উনি নিজেকে যতোই ‘ভূমিকণ্যা’ বলে দাবি করুননা কেন উনি কি কাজ করেছেন এই এলাকার জন্য তা বলুন, তাহলেই বিষয়টি পরিস্কার হবে বলে তিনি দাবি করেন। এদিন প্রাকৃতিক বিপর্যয় উপেক্ষা অসংখ্য কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে চেপে খাতড়া মহকুমা শাসকের দপ্তরের সামনে পৌঁছান তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু। পরে সেখান থেকে পায়ে হেঁটে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এদিন তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবুর সঙ্গে ছিলেন দলের বাঁকুড়া জেলা সভাপতি, সাংসদ অরুপ চক্রবর্ত্তী, দলনেত্রী তথা জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, কর্মাধ্যক্ষ অর্চিতা বিদ, সুজাতা মণ্ডল, তালডাংরা ব্লক তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায়, ইন্দপুর ব্লক সভাপতি রেজাউল খান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct