আসিফা লস্কর, সাগর, আপনজন: ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় দানা। আতঙ্কিত হয়ে রয়েছে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনেরা। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ১৫ থেকে ১২ হাজার মানুষকে নিরাপদ আশ্রয় উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে। ঘূর্ণিঝড় দানা বর্তমান অবস্থান গঙ্গাসাগর দ্বীপ থেকে প্রায় ৩০০ কিমি দূরে। জেলা প্রশাসনের পক্ষ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনা এলাকা জুড়ে। উপকূল তীরবর্তী এলাকাগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে মাইকিং। বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের মন্দিরতলা এলাকা বেহাল নদী বাঁধ পরিদর্শন করতে গেলেন রাজ্যের সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সঙ্গে ছিলেন গঙ্গাসাগরের বিডিও থেকে শুরু করে ব্লক প্রশাসনের আধিকারিকেরা। সম্প্রতি কোজাগরি লক্ষী পূজার কোটালে জোয়ারের তোড়ে গঙ্গাসাগরের মন্দিরতলা এলাকায় প্রায় ২০০ থেকে ২৫০ মিটার নদী বাঁধ ভেঙে গিয়েছিল। সেই সময় নদী বাঁধ ভেঙে নদীর নোনা জল প্রবেশ করেছিল এলাকায়। নদীর নোনা জলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল চাষিরা। একটু একটু করে সেই ক্ষতির কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছিল মন্দিরতলা এলাকার চাষীরা। কিন্তু নতুন করে ঘূর্ণিঝড় দানা আতঙ্কে কার্যত মাথায় হাত পড়েছে মন্দিরতলা এলাকার চাষীদের। বৃহস্পতিবার এলাকা পরিদর্শনের পাশাপাশি বেহাল নদী বাঁধ পরিদর্শন করেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নদী বাঁধ পরিদর্শনের পর তিনি আশ্বাস দেন প্রাকৃতিক দুর্যোগ কেটে যাওয়ার পর যত দ্রুত সম্ভব বেহাল নদী বাঁধ মেরামত শুরু করবে রাজ্যের সেচ দপ্তর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct