এম মেহেদী সানি, স্বরূপনগর, আপনজন: কথায় আছে ‘মরার উপর খাঁড়ার ঘা’ বাস্তবেও তা যেন একেবারেই সত্যি হয়ে গেল ৷ উত্তর ২৪ পরগনা জেলার ইছামতীর ও তার শাখা নদীর সঙ্গে সংযুক্ত একাধিক নদীর তীরবর্তী স্বরুপনগর, গাইঘাটা, গোবরডাঙ্গা, হাবড়া, বনগাঁ এলাকার বিস্তীর্ণ জলমগ্ন এলাকার দুর্গত মানুষেরা ঠাঁই নিয়েছিলেন ত্রান শিবির অথবা বিভিন্ন বিদ্যালয়ের অস্থায়ী ত্রান শিবিরে ৷ কেউবা ঘর ছাড়তে চাননি, ঘরের মধ্যেই মাচা বেঁধে বসবাস করছেন অনেকেই, কেউবা রাস্তার উপর তাবু করে অস্থায়ীভাবে বসবাস শুরু করেছিলেন ৷ কিন্তু যন্ত্রণার ওপর যন্ত্রণা, বাধ সাধলো ঘূর্ণিঝড় ‘ডানা’, বন্যা পরিস্থিতির উপর ঘূর্ণিঝড় এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা ৷ স্বরূপনগরের চারঘাট গ্রাম পঞ্চায়েতের মোল্লাডাঙ্গা এলাকার বানভাসি পরিবারগুলোর মধ্যে যারা ত্রান শিবিরে যেতে চাননি তারা অস্থায়ীভাবে রাস্তার উপর তাবু করে বসবাস শুরু করেছিল, সেখানেই রাতযাপন, সেখানেই রান্নাবান্না ৷ ঘূর্ণিঝড় ‘ডানা’র পূর্বাভাস পেয়ে তাঁরা উৎকণ্ঠে রয়েছেন ৷ চারঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা সরদার অবশ্য বলেন রাস্তার উপর তাবু করে বসবাস করা দুর্গতদের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ৷ তবে শুধু মোল্লাডাঙ্গা নয় জলমগ্ন বিস্তীর্ণ এলাকার দুর্গত মানুষেরা আশঙ্কায় রয়েছেন, তাদের কথায় দীর্ঘদিন বন্যা পরিস্থিতির কারণে কাজ নেই, পর্যাপ্ত খাবার নেই, আবার ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ শিবির অথবা স্থানীয় স্কুলে ঠাই নিলেও দুর্বল ঘরবাড়ির কি হবে ? স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কবে ? তা নিয়েও প্রশ্ন উঠছে ৷ প্রাকৃতিক বিপর্যয় ‘ডানা’ মোকাবেলায় সরকারি উদ্যোগে নবান্ন থেকে শুরু করে সর্বশেষ স্তর গ্রাম পঞ্চায়েতগুলিতেও খোলা হয়েছে কন্ট্রোলরুম ৷ তবে এই জল যন্ত্রণার নিরসন হবে কবে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জলমগ্ন দুর্গাতরা ৷ ইছামতী সহ তার শাখা নদী গুলি সংস্কার না হলে আগামী দিন আরও বাড়বে দুর্ভোগ আশঙ্কা প্রকাশ করছেন তাঁরা ৷
চারঘাট এলাকার বিশিষ্ট অ্যাথলেট এসিএবি’র কনভেনার ও সমাজকর্মী ইসমাইল সরদার বলেন, ‘সরকারের উচিত বিপর্যয় মোকাবেলায় সারা বছর ধরে প্রস্তুতি গ্রহণ করা ৷ এমনিতেই দীর্ঘদিন ধরে ইছামতি সহ তার শাখা নদীগুলি সরকারি উদাসীনতা সংস্কার না হওয়ার কারণে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে ৷ বিপর্যয় আসলেই সরকারের তৎপরতা শুরু হয় ৷ তবে এই তৎপরতা যদি সারা বছর ধরে চলতে থাকে তবে মোকাবিলা করা সহজ হয় ৷’ জলমগ্ন দুর্গত মানুষদের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘ভাবতে অবাক লাগে উন্নত শীল আধুনিক এই দেশের দরিদ্র অসহায় মানুষগুলোর জন্য সামান্য অন্য বস্ত্র বাসস্থানের সমস্যা আজও নিরসন করা গেল না’ বলে ওয়াককে প্রকাশ করেন ক্রীড়াবিদ ইসমাইল ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct