আপনজন ডেস্ক: গত দুই বছরের মধ্যে প্রথমবারের মতো জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে দেখা করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বৃহস্পতিবার ব্রিকস সামিটের শেষ দিন রাশিয়ার কাজান শহরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
চলমান ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে ব্রিকস সম্মেলনের আয়োজন করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। মস্কোর প্রত্যাশা, পশ্চিমাদের বিরুদ্ধে উদীয়মান অর্থনীতির দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে এ সম্মেলন।
ক্রেমলিন বলেছে, ওই সাক্ষাতে পুতিন ও গুতেরেস ইউক্রেন সংকট নিয়ে কথা বলবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও দু’জনের মধ্যে আলাপ হতে পারে।
রাশিয়া ইউক্রেনের মাটিতে হামলা চালানোর পর থেকে রুশ সেনাদের সমালোচনা করে আসছেন জাতিসংঘের মহাসচিব। এ হামলা বিশ্বের জন্য ‘নজিরবিহীনভাবে বিপজ্জনক’ বলেও মন্তব্য করেছেন তিনি।
ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে পুতিন ও গুতেরেসের মধ্যে সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রাশিয়া দক্ষিণ ইউক্রেনের মারিউপোল দখলে নেওয়ার পর মস্কো সফরে গিয়েছিলেন গুতেরেস। তিনি তখন থেকেই দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct