আপনজন ডেস্ক: বর্তমান প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় কেন্দ্রীয় আইন মন্ত্রককে চিঠি লিখে বিচারপতি সঞ্জীব খান্নাকে তাঁর উত্তরসূরি হিসাবে মনোনীত করার কয়েকদিন পরেই রাষ্ট্রপতি বিচারপতি সঞ্জীব খান্নাকে দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছেন।১১ নভেম্বর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
২০২২ সালের ৮ নভেম্বর প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন বিচারপতি চন্দ্রচূড়। ২০২৪ সালের ১০ নভেম্বর অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। বিচারপতি খান্না ৫১তম প্রধান বিচারপতি হবেন এবং ২০২৫ সালের ১৩ মে ৬৫ বছর বয়সে অবসর নেওয়ার আগে তার মেয়াদ ছয় মাস হবে। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, ‘ভারতের সংবিধান প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে মাননীয় রাষ্ট্রপতি ভারতের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের পর সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নাকে ১১ নভেম্বর, ২০২৪ থেকে ভারতের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করতে পেরে সন্তুষ্ট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct