নিজস্ব প্রতিবেদক, গঙ্গাসাগর, আপনজন: ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের আতঙ্কে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ভাঙন কবলিত এলাকা থেকে মানুষজনদের নিরাপদে সরিয়ে নেওয়ার কাজ শুরু করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার প্রভাব পড়ার আগেই গঙ্গাসাগরের বিভিন্ন প্রান্তিক এলাকা থেকে প্রায় ৭০ জন অন্ত:সত্ত্বা মহিলাদেরকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলো। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের নির্দেশ মেনেই বুধবার গঙ্গাসাগর এলাকার স্বাস্থ্যকর্মীরা প্রান্তিক এলাকা থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের নিরাপদ আশ্রয় অর্থাৎ সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। বিগত দিনের ঘূর্ণিঝড়ের তাণ্ডবের কথা মাথায় রেখে এবং অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রশাসনিক তৎপরতায় গঙ্গাসাগরের প্রান্তিক এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের তড়িঘড়ি সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড় দানা ক্রমশ শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোন রূপে উপকূলের দিকে ধেয়ে আসছে। দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে। ইতিমধ্যেই সুন্দরবনের প্রান্তিক এলাকায় উদ্ধার কার্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ দলকে মোতায়েন করা হয়েছে। ঘূর্ণিঝড় দানা গতিপথের উপর নজর রাখছে রাজ্যের আবহাওয়াবিদেরা। এ বিষয়ে এক অন্তঃসত্ত্বা মহিলা অনিতা সদ্দার দলুই তিনি জানান, ঘূর্ণিঝড়ের আগে ব্লক প্রশাসনের পক্ষ থেকে আশা দিদিরা, গ্রামে এসে গ্রামের যে সকল অন্তঃসত্ত্বা মহিলারা রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় অর্থাৎ সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমাদের যাতে মাতৃকালীন কোনরকম অসুবিধা না হয় সেই জন্য আশা কর্মীরা আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিষয় ভবানী মাইতি তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে সাগরের প্রান্তিক এলাকায় যে সকল অন্তঃসত্ত্বা মহিলারা রয়েছে তাদেরকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনের আধিকারিকেরা। জেলা প্রশাসনের এই নির্দেশ পাওয়ার পর গঙ্গাসাগরের যে সকল প্রান্তিক এলাকায় গর্ভবতী মায়েরা রয়েছে তাদেরকে আমরা নিরাপদে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাচ্ছি। যাতে মাতৃকালীন কোনরকম অসুবিধা না হয় সেই জন্য আমাদের ব্লক প্রশাসনের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের সব রকম চিকিৎসা ব্যবস্থা এবং ওষুধ এবং পর্যাপ্ত পরিমাণ খাবার মজুদ করা হয়েছে ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct