নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: সাধারণ মানুষের সহযোগিতায় সর্বশ্রেনীর মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে হাওড়ার পাঁচপাড়ায় গড়ে উঠেছে আন নিসা পাবলিক হসপিটাল। শুধুমাত্র মহিলা চিকিৎসক ও অন্যান্য মহিলা স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত এটি মহিলাদের চিকিৎসার জন্য মহিলা হসপিটাল। তবে শিশুদের চিকিৎসারও সুব্যবস্থা রয়েছে বলে জানা যায়। এই হাসপাতালের উদ্বোধন উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার। এদিন রক্তদান করেন ১০০ জন পুরুষ ও মহিলা। রক্ত সংগ্রহ করে লাইফ কেয়ার মেডিকেল ফাউন্ডেশন ব্লাড সেন্টার। এদিন সম্পাদক শেখ মনসুর আলী জানান তিন হাজার বর্গফুট জমির উপর হসপিটালটি নির্মিত হয়েছে। তবে অদূর ভবিষ্যতে তিন বিঘা জমির উপর আন নিসা হসপিটালটি গড়ে তুলতে চাই। এ ব্যাপারে সহৃদয় দাতাগনের সহযোগিতা একান্ত দরকার।। সারা বাংলায় আন নিসা গড়তে চাই। মহিলাদের সম্ভ্রম রক্ষার্থে। এদিন সভাপতি ডক্টর শেখ রফিক উদ্দিন বলেন আন নিসা পাবলিক হসপিটাল স্বাস্থ্য ক্ষেত্রে বাংলার মধ্যে বিপ্লব ঘটাতে চায়। যার শুরুতে আমরা কুড়িটি বেড, অপারেশন থিয়েটার ,ইউ এস জি, এক্স-রে মেশিন ও সমস্ত যন্ত্রপাতি সহ পূর্ণাঙ্গ হসপিটালের রূপ দিতে চাই। সেই সঙ্গে অল্প খরচে এই পরিষেবা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চাই।
শুক্রবার থেকে বহির্বিভাগের চিকিৎসা শুরু হবে বলে জানা যায়। এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সম্পাদক শেখ মনসুর আলী, সহ-সম্পাদক হাজী মেসবা উদ্দিন মোল্লা,সভাপতি ডঃ রফিক উদ্দিন, সহ-সভাপতি হাসান লস্কর, কোষাধ্যক্ষ সমীর উদ্দিন লস্কর ,কার্যকারী কমিটির সম্পাদক হাজী বদরুদ্দিন, বিশিষ্ট আইনজীবী লাকি পাত্র, পাঁচপাড়া বড় মসজিদের পেশ ইমাম মইনুল ইসলাম নাদভি প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct