নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘরে গত ২২ অক্টোবর ২৪ মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ইদানীং নাট্যগোষ্ঠীর সুবর্ণ জয়ন্তীর প্রথম পর্ব। নাটক আলোচনা, গান,কবিতা এবং গুণীজন সংবর্ধনায় মুখর ছিল সমগ্র অনুষ্ঠান। ইদানীং এর সংগীত শাখার পরিবেশিত উদ্বোধনী সংগীত দিয়ে শুরু হওয়া আলোচনা ও সংবর্ধনা সভায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাইনোরিটি কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, চিত্রাভিনেতা নাট্যব্যক্তিত্ব সতীনাথ মুখোপাধ্যায়, দৈনিক যুগশঙ্খের সম্পাদক চিন্ময় কুমার দাস, দৈনিক সবার খবর পত্রিকার সম্পাদক কিংশুক ভট্টাচার্য, আদিত্য বিড়লা কোম্পানির অন্যতম ভাইস প্রেসিডেন্ট সমীর হোসেন, ডায়মন্ড হারবার প্রেসক্লাবের সভাপতি সাকিল আহমেদ ও বিশিষ্ট সমাজসেবী ব্রিজেশ সিং।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আহমদ হাসান ইমরান। মঞ্চাসীন অতিথিদের ইদানীং এর তরফে স্মারক ও মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। এরপর অতিথিরা একে একে নাটক বিষয়ে মূল্যবান বক্তব্য তুলে ধরেন। এছাড়াও ‘নাটক শুধু বিনোদনের নয়’ বিষয়ে বক্তব্য পেস করেন সাহিত্যিক ড: আশিস কুমার নন্দী। এর আগে অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করেন নাট্যগোষ্ঠীর প্রচার সচিব আশিস গিরি। মঞ্চাসীন অতিথি এবং নাট্যগোষ্ঠীর সভাপতি সবিতা বেগম, সম্পাদক জয়ন্ত রসিক, যুগ্ম সহসম্পাদক মানিক দে ও সেখ আব্দুল মান্নান সমবেতভাবে প্রকাশ ঘটান বিশেষ সুবর্ণ জয়ন্তী সাহিত্য সংখ্যার । অনুষ্ঠানে মঞ্চাসীন অতিথিদের হাত দিয়ে নাট্যগোষ্ঠীর তরফে কয়েকজন সাহিত্যিক, শিল্পীকে স্মারক ও মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত হন সাহিত্যিক সেখ আব্দুল মান্নান, অভিনেতা মোহাম্মদ পিয়াল প্রমুখ, অভিনেত্রী সহেলী সাহা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct