আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী দলের।বুধবার রাজ্যের ১৪ টি জায়গার পাশাপাশি নদীয়ার জেলার দুটি জায়গায় হানা দেয় ইডির প্রতিনিধি দল।জানা গেছে, শান্তিপুর বড়বাজার সংলগ্ন বিশ্বজিৎ কুন্ডু নামে এক রেশন ডিলারের গোডাউনে প্রথমে হানা দেয় চার প্রতিনিধি দল,এরপর আর অন্য একটি ৬ জনের প্রতিনিধি দল পৌঁছে যায় হরিপুর অঞ্চলের মাঝের পাড়ার রাজেন্দ্র প্রামাণিকের রেশন ডিলারে।সেখানেই ওই ছয় প্রতিনিধি দল দফায় দফায় তল্লাশি অভিযান চালায়, পাশাপাশি সমস্ত নথি খতিয়ে দেখার চেষ্টা করে।কেন্দ্র বাহিনীর করা নিরাপত্তার মধ্যে দিয়ে এই অভিযান চালায় ইডি।অন্যদিকে সকাল ১০ টা নাগাদ শান্তিপুর বড়বাজার সংলগ্ন ব্রহ্মাতলা মুচিপাড়া লেনের বিশ্বজিৎ কুন্ডুর গোডাউনে এসে হাজির হন কেন্দ্র তদন্তকারী দল, তবে তখন থেকেই গা ঢাকা দিয়েছিল বিশ্বজিৎ কুন্ডু, এরপর প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করতে থাকে তদন্তকারীরা।বেলা গড়াতেই বিকেল চারটে নাগাদ, বিশ্বজিৎ কুন্ডু নিজে এসে গোডাউনের তালা খোলেন এরপর ভেতরে প্রবেশ করে তদন্তকারী প্রতিনিধিরা। তারপর থেকেই লাগাতার তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চলে বিশ্বজিৎ কুন্ডুকে।সূত্রের খবর এই দুটি জায়গায় বেশ কয়েক ঘন্টা অভিযান চালাবে ইডির প্রতিনিধিরা।উল্লেখ্য,’ রেশন দুর্নীতি নিয়ে এর আগেই সোচ্চার হয়েছিল কেন্দ্রীয় প্রতিনিধিদল। জেলার একাধিক জায়গায় অভিযান চালানো হয়েছিল ইডির তরফে,এরপর একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। আবারো রেশন দুর্নীতি মামলায় পাখির চোখকে নজরে রেখে নতুন করে তল্লাশি অভিযান শুরু করলো ইডি।একটি রেশন ডিলার ও একটি রেশন গোডাউনে হানা দেওয়ার পর দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে যান ইডির প্রতিনিধিরা। গোটা এলাকা কেন্দ্র বাহিনী ঘিরে রেখেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct