এহসানুল হক, বসিরহাট, আপনজন: হাড়োয়া বিধানসভায় উপনির্বাচনেতৃণমূল ও বিজেপি প্রার্থীদের নমিনেশন জমা পড়লো। হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে বুধবার দুপুরে নমিনেশন জমা দেওয়ার দিনে দেখা গেল একাধিক নেতা নেতৃত্বের ভিড়। বেলা একটা নাগাদ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে সঙ্গে নিয়ে হাড়োয়া উপনির্বাচনের প্রার্থী বিমল দাস নোমিনেশন জমা দিতে আসেন বসিরহাট এসডিও অফিসে। সঙ্গে ছিলেন বসিরহাটের বিজেপি সভাপতি তাপস ঘোষ ছাড়াও বহু নেতা নেতৃত্বরা। নমিনেশন জমা দেবার পর বিজেপি প্রার্থী বিমল দাস বলেন, হাড়োয়া বিধানসভায় এবার আমরা বিপুল ভোটে জিতবো, আর জি কর কাণ্ড নিয়ে মানুষ মুখিয়ে রয়েছে বিরোধিতে ভোট দিতে, তৃণমূল কংগ্রেসকে আর চাই না মানুষ, আগামীতে বিজেপি ক্ষমতায় আসবে। বিশেষ করে এই উপনির্বাচনে আমরা জয়লাভ করব। অন্যদিকে বেলা দুটো নাগাদ রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে সঙ্গে নিয়ে হাড়োয়ার উপনির্বাচনে প্রয়াত হাজী নুরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম নমিনেশন জমা দিতে আসেন। সঙ্গে ছিলেন বসিরহাটের একাধিক বিধানসভার বিধায়করা ও নেতৃত্বরা। নমিনেশন জমা দিয়ে ফেরার সময় তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম বলেন ,হাড়োয়ার উন্নয়ন দেখে এবার মানুষ বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে এলাকার মানুষ। আমার প্রথম কাজ বাবার অসমাপ্ত কাজ যেগুলো বাকি আছে, সেইগুলো সম্পূর্ণ করবো যদি জয়লাভ করতে পারি। এখনো পর্যন্ত এলাকায় বেশ কিছু জায়গায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত রাস্তা খারাপ হয়ে গেছে তা দ্রুত মেরামতি করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও হাড়োয়া এলাকার প্রতিটি পঞ্চায়েতের নেতা নেতৃত্বদের নিয়ে একসাথে উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। এদিন দমকল মন্ত্রী সুজিত বোস বলেন, হাজী নুরুল ইসলাম সাংসদ নির্বাচনে তিন লক্ষ বেশি ভোটে জয়লাভ করেছিল, তার মধ্যে এক লক্ষর বেশি ভোট পেয়েছিল হাড়োয়া থেকে। তাই আমরা ১০০% আশাবাদী হাড়োয়া থেকে আমরা জয়লাভ করব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct