সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মঙ্গলবার রাতে শৌচালয়ে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়, পরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভিন রাজ্যের কর্মস্থলে। সূত্রের খবর, মায়ের উপর অভিমান করে ভিন রাজ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হয় এক যুবক। মৃতের নাম আসরাউল শেখ(১৮)। তার বাড়ি লালগোলা থানার হোসনাবাদ এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, লালগোলা থানার হোসনাবাদের বাসিন্দা লাল্টু শেখ পেশায় দিনমজুর। স্ত্রী ও পাঁচ সন্তান নিয়ে তার সাত জনের সংসার। নুন আনতে পান্তা ফুরানো সংসারের হাল ধরতে লাল্টু শেখের বড় ও মেজো ছেলে অনেক আগেই দিন মজুরের কাজ শুরু করে। অভাবের সংসারে বাড়তি রোজগারের আশায় প্রায় দেড় বছর আগে আরেক ছেলে আসরাউল শেখ রাজমিস্ত্রীর কাজ করতে ভিন রাজ্যে গিয়েছিল। কয়েক মাস কাজ করার পর কাজ চলাকালীন ছাদ থেকে পড়ে আহত হয় সে। আহত অবস্থায় বাড়ি ফিরে আসার পর অস্ত্রোপচার হয় তার। পরিবারের দাবি, অস্ত্রোপচারে লক্ষাধিক টাকা খরচ হয়েছিল। টানা ছ’মাস চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে উঠেছিল সে। সুস্থ হতেই রোজগারের আশায় সপ্তাহ দু’য়েক আগে আবারও ওই যুবক চেন্নাইতে যায়। একদিকে চেন্নাই সহ দক্ষিণ ভারতে প্রবল বর্ষণের জেরে পরিস্থিতি অবনতির দিকে।
মঙ্গলবার রাতে আসরাউল তার মাকে ফোন করে বলে সেখানে কাজ নেই। সেই কারণে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে। ছেলের বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত শোনার পরেই আসরাউলের মা ছেলেকে বকাবকি করেন। মায়ের বকুনি শুনে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক।
বুধবার সকালে বাড়িতে খবর পৌঁছাতেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর বৃহস্পতিবার মৃতদেহ বাড়ি ফেরার কথা রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct