মোহাম্মদ জাকারিয়া, করণদিঘী, আপনজন: করণদিঘী ব্লকের দোমোহনা গ্রাম পঞ্চায়েতে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। দোমোহনা পঞ্চায়েতের পূর্ব ফতেপুর গ্রামের বাসিন্দা নেকারুল হক ও ফিরোজ আলম অভিযোগ করেন যে, টাকার বিনিময়ে এমন ব্যক্তিদের ঘরের তালিকায় নাম রয়েছে, যাদের ইতোমধ্যেই পাকা বাড়ি আছে অথবা তারা আর্থিকভাবে সচ্ছল। প্রকৃত ভোক্তারা, যারা সত্যিই বাড়ির প্রয়োজন, তারা উপেক্ষিত হচ্ছেন। অভিযোগ অনুযায়ী, টাকা দিতে না পারলে, প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।নেকারুল ও ফিরোজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে লিখিত অভিযোগ জমা দিয়ে এই বিষয়ে যথাযথ তদন্তের দাবি করেছেন।
এ প্রসঙ্গে পঞ্চায়েতের প্রধান রুবিনা খাতুনের প্রতিনিধি আবদুর রেজ্জাক জানান, কেউ যেন কাউকে টাকা না দেয় এবং যদি কোনো অফিসার বা কর্মী টাকা দাবি করেন, তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে বলেন। তিনি আশ্বাস দেন, প্রকৃত ভোক্তারাই বাড়ি পাবেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।জনগণকে সতর্ক করে তিনি বলেন, পঞ্চায়েত প্রকল্পের নামে কেউ টাকা দাবি করলে তাৎক্ষণিকভাবে প্রশাসনের কাছে অভিযোগ জানাতে হবে।
আবাস যোজনা সার্ভেতে দুর্নীতির অভিযোগ, ক্ষোভে ফুঁসছে মাঝিয়ালি গ্রামের বাসিন্দা
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের উচলগছ এলাকায় আবাস যোজনা সার্ভে করতে এসে আধিকারিকদের তীব্র ক্ষোভের মুখে পড়তে হলো। বুধবার এই ঘটনায় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে প্রকৃত গরিব মানুষদের নাম আবাস যোজনার তালিকায় নেই, অথচ পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে।
গ্রামবাসী নীলমণি সিংহ বলেন, “আমাদের মতো গরিবরা বাড়ির জন্য আবেদন করলেও আমাদের নাম নেই। অথচ বড়লোকেরা সুবিধা পাচ্ছে।” অপর গ্রামবাসী বিবেক পাল অভিযোগ করেন, “এ ধরনের সার্ভে আগেও হয়েছে, কিন্তু সঠিকভাবে দরিদ্রদের ঘর মেলেনি।” এছাড়াও, সার্ভে করতে গিয়ে স্থানীয় নেতৃত্বরা ১০০-২০০ টাকা করে তোলাবাজির অভিযোগও করেছেন গ্রামবাসীরা।
গ্রামবাসী সিকানু পাল বলেন, “আমরা চাই, এবার যেন প্রকৃত গরিবদের আবাস যোজনার ঘর দেওয়া হয়। দুর্নীতি বন্ধ হওয়া দরকার।” তাদের দাবি, এইবারের সার্ভে স্বচ্ছ ও সঠিকভাবে হওয়া উচিত, যাতে প্রকৃত দরিদ্র পরিবারগুলো প্রকল্পের সুবিধা পায়। তবে আবাস যোজনার সার্ভে করতে আসা আধিকারিকরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct