আজিম শেখ, বীরভূম, আপনজন: রুট থাকা সত্ত্বেও সিউড়ি থেকে আসানসোল এবং বর্ধমান যাওয়া ও সিউড়ি ফেরার সময় অধিকাংশ বেসরকারি বাস চিনপাই গ্রামের ভিতর দিয়ে না গিয়ে হাইরোড দিয়ে চলে যাচ্ছে ফলে চরম দুর্ভোগে পড়েছে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই সহ একাধিক গ্রামের বাসিন্দারা । সদাইপুর থানা, আরটিও অফিস এবং বীরভূম জেলা প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সুরাহা হয় নি তাই এবার আন্দোলনের পথে নামতে চলেছে চিনপাই, নারায়নপুর, এলেমা, কলোনি, হোসেনবাজার, তাপাসপুর, আলিপুর সহ কয়েকটি গ্রামের বাসিন্দারা । কালীপুজোর পর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে গ্রামবাসীরা । সিউড়ি - আসানসোল ‘রয়্যাল বুলেট -২”, সাইথিয়া - আসানসোল ‘পূজা”, সাইথিয়া - আসানসোল ‘শতাব্দী”, নলহাটি -আসানসোল ‘চাঁদনি”, নাকপুর চেকপোস্ট - আসানসোল ‘লিপিকা-২”, বহরমপুর - আসানসোল ‘দুর্গাদেবী”, সাইথিয়া আসানসোল ‘ড্রিম গার্ল”, চিত্তরঞ্জন - সিউড়ি ‘বর্তমান”, চিত্তরঞ্জন - সিউড়ি ‘নারায়ণী”, বর্ধমান - সিউড়ি ‘কৃষ্ণগোপাল”, বরাকর - সাইথিয়া ‘সারথী”, কেঞ্জেকুড়া - সিউড়ি ‘আয়েশা”, আসানসোল - জঙ্গীপুর ‘বাবুজী”, চিত্তরঞ্জন - সিউড়ি ‘যুগান্তর”, আসানসোল - বহরমপুর ‘নিত্যানন্দ”, রানীগঞ্জ - সিউড়ি ‘মা মহামায়া”, আসানসোল - বহরমপুর ‘শতাব্দী” বাস সহ একাধিক বাস আসানসোল যাওয়া এবং সিউড়ি ফেরার সময় চিনপাই গ্রামের ভিতর দিয়ে না গিয়ে হাইরোড দিয়ে চলে যায় । কিনাহার - আসানসোল ‘প্রীতি” বাস সিউড়ি ফেরার সময় চিনপাই গ্রামের ভিতর দিয়ে না গিয়ে হাইরোড দিয়ে চলে যায় । ফলে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা । একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি উচ্চ বালিকা বিদ্যালয়, তিনটি প্রাথমিক বিদ্যালয়, একটি শিশু শিক্ষাকেন্দ্র, গ্রামীণ ব্যাংক, গ্রামপঞ্চায়েত অফিস, গ্রামীণ পাঠাগার, হেলফ সেন্টার চিনপাই গ্রামে অবস্থিত । বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, গ্রামপঞ্চায়েত কমী, ব্যাংক কমী, আশাকমীরা কর্মসূত্রে বাঁধেরশোল, বোলপুর, সিউড়ি, কচুজোড়, হেতমপুর, পাঁচড়া, দুবরাজপুর, পানাগড় সহ বিভিন্ন এলাকা থেকে চিনপাই গ্রামে আসে । প্রতিদিন কর্মসূত্রে বিভিন্ন পেশার মানুষজনকে চিনপাই গ্রামে আসতে হয় । সগড়, বাঁধেরশোল, কচুজোড়, জাম্বুনি থেকে পড়ুয়ারা বাসে করে চিনপাই গ্রামের উচ্চ বালিকা বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে । চিনপাই গ্রামে বাস না ঢোকায় তাদের হাইরোড থেকে হেঁটে আসতে হয় । গ্রামবাসীদের অভিযোগ, ‘সিউড়ি থেকে আসানসোল ও বর্ধমান যাওয়া এবং ফেরার বেসরকারি বাসের রুট চিনপাই গ্রামের ভিতর দিয়ে কিন্ত ইচ্ছাকৃতভাবে বাসের চালক, খালাসীরা বাসগুলোকে চিনপাই গ্রামের ভিতর দিয়ে না গিয়ে হাইরোড দিয়ে নিয়ে চলে যায় । বারবার বলা হলেও তারা ভ্রূক্ষেপ করে না ফলে আমরা চরম ভোগান্তির মধ্যে পড়ি অথচ বাসগুলো চিনপাই গ্রামের ভিতর দিয়ে গেলে প্রত্যেক বাসই ভালোই যাত্রী পায় । ২০২০ সালে করোনা পরবতী সময়ে বাস চালু হওয়ার পর এইরকম করেছিল কিন্তু তখন আরটিও অফিসে লিখিত জানানোয় সমস্যার সমাধান হয়েছিল । দুবরাজপুর, পান্ডবেশ্বরে মালপত্র তোলা নামানোর সময় ইচ্ছে করে দেরি করে তখন কিছু হয় না কিন্তু চিনপাই গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় বাসকমীদের যতো দেরি হয়ে যায় ।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct