সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদের নবাব বাহাদুর স্যার সৈয়দ ওয়াসিফ আলী মির্জার মৃত্যু দিবস পালন করা হলো লালবাগে। বুধবার ওয়াসিফ মঞ্জিল বা নিউ প্যালেসে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হয় তাকে। ১৯৫৯ সালের ২৩ শে অক্টোবর কলকাতায় থাকাকালীন ৮৪ বছর বয়সে প্রয়াত হন নবাব ওয়াসিফ আলি মির্জা। ১৯০৬ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত একটানা ৫৩ বছর মুর্শিদাবাদের নবাব বাহাদুর ছিলেন তিনি। ১৯৪৭ সালে স্বাধীনতার পর মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী সংখ্যালঘু অধ্যুষিত মালদা, নদীয়া, দিনাজপুর জেলাকে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত করা হয়। নবাব ওয়াসিফ আলী মির্জা জানতে পেরে মুর্শিদাবাদে এসে সেই জেলাগুলিকে ভারতের অন্তর্ভুক্ত করেন। তার তৎপরতায় ১৮ই আগস্ট মুর্শিদাবাদ সহ পার্শ্ববর্তী জেলাগুলি ভারতের অন্তর্ভুক্ত হয়। তার মৃত্যু দিবসকে স্মরণ করে ওয়াসিফ মঞ্জিলে বুধবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের এস্টেট ম্যানেজার বিপ্লব সরকার, মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর, ছোটে নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ নবাব পরিবারের অন্যান্য সদস্যরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct