নিজস্ব প্রতিবেদক, দিঘা, আপনজন: সমুদ্র পাড়ে মোতায়েন NDRF টিম।জেলা প্রশাসনের সতর্কতা উপেক্ষা করেও পর্যটকরা ঘুরছেন সমুদ্র পাড়ে ।ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে দিঘাতে। পর্যটকদের হোটেল ছাড়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এমনকি সমুদ্র পাড়েও যাতে পর্যটকেরা না আসেন সে ক্ষেত্রে NDRF টিম তৎপর।
বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে, প্রবেশদ্বার। NDRF টিম টহলদারি করছে সমুদ্র পাড়ে।সমুদ্র আপাত শান্ত হলেও যথেষ্ট সতর্ক জেলা প্রশাসন। দিঘা কোস্টাল থানা পুলিশের পক্ষ থেকে যে সমস্ত মৎস্যজীবীরা এখনো ফিরে আসতে পারেননি তাদের উদ্দেশ্যে মাঝ সমুদ্রে পুলিশ বোটে করে গিয়ে মাইকিং চালানো হচ্ছে। তাদেরকে শীঘ্রই ফিরে আসার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, যারা ফিরেছেন তাদের ট্রলার গুলো ভালো করে কাছি দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখার কথা জানাচ্ছে কোস্টাল পুলিশ। মাঝ সমুদ্রে এখনো বেশ কিছু ট্রলার রয়েছে তাদের কাছে গিয়ে মাইকিং চালানো হচ্ছে। হলদিয়া কোস্ট গার্ডের পক্ষ থেকেও একইভাবে মাইকিং চালানো হচ্ছে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে মৎস্য শিকারে। ওভারক্রাফ্ট ও এয়ারক্রাফট করে নজরদারি চালানো হচ্ছে মাঝ সমুদ্রে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct