সুব্রত রায়, কলকাতা, আপনজন: বুধবার সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ দিঘা ও মন্দারমনির সমুদ্র উপকূল এলাকা জুড়ে। দুপুর ১২ টার মধ্যে প্রশাসন নির্দেশ দেন পর্যটকদের হোটেল ছেড়ে দেওয়ার জন্য। প্রাকৃতিক দুর্যোগের খবর শুনে একের পর এক পর্যটকেরা তারা হোটেল ছেড়ে বাড়ির দিকে রওনা দেন। পুরীর পর দিঘা কার্যত পর্যটক শূন্য হয়ে যায় বুধবার সন্ধ্যের মধ্যে। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলা দপ্তর সহ সব দপ্তরের কর্মীরা যথেষ্ট তৎপর রয়েছে ডানার মোকাবেলা করার জন্য। যেকোনো পরিস্থিতিতে প্রশাসন দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি। সাইক্লোন দানার কথা মাথায় রেখে শিয়ালদা অর্থাৎ পূর্ব রেলওয়ে ডিভিশন সিদ্ধান্ত নিয়েছে। ২৪ তারিখ অর্থাৎ আগামীকাল রাত আটটার পর শিয়ালদা থেকে কোন লোকাল ট্রেন ছেড়ে যাবে না। নামখানা বা হাসনাবাদ শাখা থেকে সন্ধ্যে সাতটার পরে ওখান থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছেড়ে আসবে না। যখন আমরা সবাই আশা করছি ডানা ল্যান্ড করবে যাতে ট্রাকের মধ্যে কোন ট্রেন না থাকে মানুষের সেফটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। সেই কথা বিবেচনা করেই এই ভাবনাচিন্তা নেয়া হয়েছে। সেই জন্যই রাত আটটার পর কোন লোকাল ট্রেন ছাড়বে না। কারণ যাতে রাত নটার মধ্যে গন্তব্য স্থলে সমস্ত ট্রেন পৌঁছে যেতে পারে। ২৪ তারিখ রাত আটটা থেকে ২৫ তারিখ সকাল ১০ টা পর্যন্ত কোন ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়বে না।।
সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে হাওড়া এবং কলকাতার মধ্যে বৃহস্পতিবার ফেরি সার্ভিস বন্ধ রাখা হতে পারে। হুগলি নদী জলপথ পরিবহন সমিতির পক্ষ থেকে বোর্ডের সদস্যরা এ ব্যাপারে আলোচনায় বসেন। বোর্ডের ডিরেক্টর অজয় দে বলেন ঘূর্ণিঝড় মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন। রাজ্য সরকার যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই তারা কাজ করবেন। তবে পূর্ব অভিজ্ঞতা থেকে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কর্মীদের ছুটি বাতিলের পাশাপাশি ঝড়ের সময় লঞ্চ গুলোকে মোটা দড়ি দিয়ে ঘাটে বেঁধে রাখার ব্যবস্থা করা হচ্ছে। তিনি আরো বলেন যাত্রীদের নিরাপত্তার স্বার্থে কোন ঝুঁকি নিতে তারা চান না। সে ক্ষেত্রে ফেরি সার্ভিস বন্ধ থাকতে পারে।
তৈরি কলকাতা পুরসভার কন্ট্রোল রুম। শনিবার পর্যন্ত তৎপরতা তুঙ্গে। কলকাতা পুরসভার কর্মীদের ছুটি বাতিল। বিপদজনক বাড়ি গাছ পড়ে যাওয়া এবং জল জমার সমস্যায় তৈরি প্রশাসন। যেকোনো সমস্যায় কলকাতা পুরসভার কন্ট্রোল রুম নাম্বার ২২৮৬-১২১২/১৩১৩/১৪১৪। কলকাতা পুরসভার সচিব স্বপন কুমার কুন্ডুর নেতৃত্বে তৈরি বিশেষ টিম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct