আপনজন ডেস্ক: ক্রাইস্টচার্চে বিশেষ এক ম্যাচ খেলতে নেমেছিলেন চ্যাড বোয়েস। সেই বিশেষ ম্যাচে কী দুর্দান্ত এক রেকর্ডই না গড়লেন নিউজিল্যান্ডের হয়ে সব মিলিয়ে সীমিত সংস্করণে ১৭ ম্যাচ খেলা ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেট দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
ওটাগোর বিপক্ষে ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন বোয়েস। নিজের শততম ম্যাচ খেলতে নেমে রেকর্ড বই উল্টাপাল্টা করে দিলেন তিনি। ফোর্ড ট্রফিতে ১০৩ বলে ২০০ পূর্ণ করেন ৩২ বছর বয়সী ব্যাটার। আউট হওয়ার আগে ১১০ বলে ২০৫ রানের ইনিংস খেলেন তিনি। ১৮৬.৩৬ স্ট্রাইকরেটের ইনিংসটি সাজিয়েছেন ২৭ চার ও ৭ ছক্কায়। এর আগে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ছিলেন যৌথভাবে ট্রাভিস হেড ও নারায়ণ জগদিশান। দুজনই ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন। ২০২১ সালে মার্শ কাপে অ্যাডিলেড কুইন্সল্যান্ডের বিপক্ষে ১২৭ বলে ২৩০ রানের ইনিংস খেলার পথে রেকর্ডটি গড়েন হেড, সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। পরের বছর ২০২২ সালে বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলের বিপক্ষে ১৪১ বলে ২৭৭ রানের ইনিংস খেলেন তামিলনাড়ুর জগদিশান। বোয়েসের রেকর্ড গড়ার ম্যাচে ২৪০ রানের বড় জয় পেয়েছে ক্যান্টারবুরি। তার ডাবল সেঞ্চুরিতে ৫০ ওভার শেষে ৯ উইকেটে ৩৪৩ রান করে ক্যান্টারবুরি। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১০৩ রানে অলআউট হয় ওটাগো।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct