আপনজন ডেস্ক: লেবাননের দক্ষিনাঞ্চলে গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় হিজবুল্লাহর ৩ কমান্ডার ও ৭০ যোদ্ধা নিহত হয়েছে। গোষ্ঠীটির সম্ভাব্য প্রধান হাসেম সাফিয়েদ্দিনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিতের একদিন পরেই এই বিষয়ে জানালো ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানায়, তারা লেবাননের দক্ষিনাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধা ও বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা সীমিত আকারে অভিযান অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় স্থল ও বিমান হামলায় ৭০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে। একই দিন লেবাননের বন্দর শহর টায়ারের বেশ কিছু জায়গার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশও দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) আইডিএফ নিশ্চিত করে, হাসান নাসারাল্লাহর উত্তরসূরি হাসেম সাফিয়েদ্দিন নিহত হয়েছেন। তিন সপ্তাহ আগে বৈরুতের দক্ষিণের শহরতলীতে হামলায় তিনি নিহত হন। এই বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে কিছু জানা যায়নি। সীমান্তে হামলা-পাল্টা হামলার এক বছর পর হামলার পরিসর বাড়িয়েছে ইসরাইল। আইডিএফের অব্যাহত হামলায় অন্তত ১ দশমিক ২ মিলিয়ন লেবানিজ বাস্তুচ্যুত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct