আপনজন ডেস্ক: বহুল প্রতীক্ষিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহেরও কম সময় বাকি থাকায় ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হ্যারিস এবং ট্রাম্প উভয়েই ভোটারদের আকৃষ্ট করার জন্য তাদের যথাসাধ্য চেষ্টার সাথে প্রতিযোগিতাও আরো উত্তেজনাপূর্ণ হয়ে ওঠেছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা বেশ সমান অবস্থায় রয়েছে। এনবিসি নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে হ্যারিসকে জিজ্ঞাসা করা হয়, আমেরিকা কি প্রথম নারী প্রেসিডেন্টের জন্য প্রস্তুত? উত্তরে হ্যারিস বলেন, ‘অবশ্যই।’ এ সময় তিনি বলেন, তার প্রার্থিতা শুধুমাত্র ট্রাম্প যুগের পর নতুন করে শুরু করা। এদিকে উত্তর ক্যারোলাইনাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেছেন, এই নির্বাচন ঠিক করবে আমরা আরো চার বছরের ব্যর্থতা ও বিপর্যয় দেখব, নাকি আমরা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চার বছর শুরু করব। তিনি কমলা হ্যারিস ও তার সহপ্রার্থী টিম ওয়ালজকে ‘বোকা’ বলে আখ্যা দেন। নির্বাচনী এই প্রচারণা অসাধারণ চাপ ও সহিংসতার আশঙ্কায় আচ্ছন্ন। বিশেষ করে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে যাওয়া ট্রাম্প পরাজয় মানতে নারাজ। এটা চলমান পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। হ্যারিস জানিয়েছেন, যদি ট্রাম্প ভোট গণনার প্রক্রিয়ায় আগাম বিজয় দাবি করেন, তাহলে তার প্রচারণা দল সেই পরিস্থিতির জন্য ‘অবশ্যই’ প্রস্তুত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct