আপনজন ডেস্ক: পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি ইয়াহিয়া আফ্রিদিকে নিয়োগ দিয়েছেন। তিনি পাকিস্তানের ৩০তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বুধবার (২৩ অক্টেবার) পাকিস্তানি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বিচারপতি আফ্রিদিকে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দেশটির সংবিধানের ধারা ১৭৫এ(৩), ১৭৭ এবং ১৭৯ অনুযায়ী তিন বছরের জন্য নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। তিনি বর্তমান প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসার স্থলাভিষিক্ত হবেন। তিনি ২৬ অক্টোবর দায়িত্ব গ্রহণ করবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো প্রধান বিচারপতি নিয়োগের জন্য গঠিত বিশেষ সংসদীয় কমিটি বিচারপতি আফ্রিদির মনোনয়ন চূড়ান্ত করে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই মনোনয়ন দেয়া হয়। পরে কমিটি তার সুপারিশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে পাঠায় এবং প্রেসিডেন্ট তা অনুমোদন করেন। পাকিস্তানের প্রধান বিচারপতি নিয়োগের এই পদ্ধতি প্রথমবারের মতো বিতর্কিত ২৬তম সাংবিধানিক সংশোধনী বিল কার্যকর হওয়ার পরে গৃহীত হয়েছে। নতুন নিয়মে সুপ্রিম কোর্টের তিনজন জ্যেষ্ঠ বিচারকের মধ্য থেকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিশেষ সংসদীয় কমিটির সুপারিশে প্রধান বিচারপতি নিয়োগের বিধান করা হয়েছে। কমিটিতে সংসদের সব রাজনৈতিক দলের সদস্যদের অংশগ্রহণ রয়েছে। বিরোধী ও ক্ষমতাসীন উভয় পক্ষের সিনেটর ও জাতীয় পরিষদের সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। তবে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বিশেষ সংসদীয় কমিটির বৈঠকে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct