আপনজন ডেস্ক: বিশ্বে সর্ববৃহৎ এইচএসবিসি (Hongkong and Shanghai Banking Corporation) ব্যাঙ্ক –এর প্রধান মহিলা আর্থিক কর্মকর্তা (chief financial officer) হলেন পাম কৌর। ১৫০ বছরেরও মধ্যে প্রথমবার কোন মহিলাকে ওই পদে স্থলাভিষিক্ত করল এইচএসবিসি। ৬০ বছর বয়সী পাম কৌর টানা চার দশক ধরে ব্যাঙ্কিং পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন।
২০১৩ সালে এপ্রিল মাসে এইচএসবিসি ব্যাঙ্কে অভ্যন্তরীণ নিরীক্ষা প্রধান (internal audit head) হিসাবে পাম কৌর যোগদান করেছিলেন। এরপর সুদের হার কমে যাওয়া থেকে শুরু করে চীন এবং হংকং বাজারের রাজনৈতিক উত্তেজনার মধ্যে দায়িত্ব সহকারে গুরুত্বপূর্ণ হিসাব- নিকেশে ঝুঁকিপূর্ণ ভুমিকা তিনি পালন করেছিলেন।
বলা বাহুল্য, পঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্সে এমবিএ করেছেন পাম কৌর। এরপর বিভিন্ন পদোন্নতির মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছেন এইচএসবিসি প্রথম মহিলা ব্যাঙ্কার।
উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে এইচএসবিসির গ্রুপ এক্সিকিউটিভ কমিটিতে দায়িত্ব পালন করছেন কৌর। ২০১৯ সালে হোলসেল মার্কেট এবং ক্রেডিট রিস্কের প্রধান হিসাবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। আর এখন কৌরকে করা হল ব্যাঙ্কের chief financial officer। বর্তমানে তার বার্ষিক বেতন ১.০৪ মিলিয়ন ডলার এবং পেনশন ভাতা প্রায় ৮০,৩০০ পাউন্ড। ইতিমধ্যেই কৌরের এই পদন্নতিকে স্বাগত জানিয়েছেন ডেলয়েট এলএলপির অংশীদার মেলিসা ফুং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct