আপনজন ডেস্ক: বেঙ্গালুরু টেস্টে ভারতকে জেতাতে না পারলেও সমর্থকদের মন জিতেছেন ঋষভ পন্ত। ১ রানের জন্য সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে অবশ্য পুড়েছেন তিনি। তবে ৯৯ রানের ইনিংসটিতে সুখবর পেয়েছেন ভারতীয় ব্যাটার।
আইসিসির সাপ্তাহিক র্যাংকিং হালনাগাদে উন্নতি হয়েছে পন্তের।
তিন ধাপ এগিয়ে ব্যাটারদের র্যাংকিংয়ে ৬ নম্বরে বাঁহাতি ব্যাটার। পেছনে ফেলেছেন উসমান খাজা (৭) ও বিরাট কোহলিকে (৮)। দুজনের এক ধাপ অবনতি হয়ে আছেন ৭ ও ৮ নম্বরে। র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন রাচিন রবীন্দ্র।
১৩৪ রানের ইনিংসে ৩৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন নিউজিল্যান্ডের ব্যাটার। বাঁহাতি ব্যাটারের সঙ্গে উন্নতি হয়েছে ৯ রানের জন্য ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি না পাওয়া ডেভন কনওয়ের। ১২ ধাপ এগিয়ে ৩৬ নম্বরে তিনি।
মুলতান টেস্টে পাকিস্তানের জয়ে ৩১ ও ৬৩ রানের ইনিংস খেলে ৮ ধাপ এগিয়ে ১৪ নম্বরে আছেন আগা সালমান।
একই টেস্টে ১১৪ রানের ইনিংস খেলে ৩ ধাপ উন্নতি হয়েছে বেন ডাকেটের। ১১ নম্বরে জায়গা পেয়েছেন ইংল্যান্ড ব্যাটার। মিরপুর টেস্টে ১১ ও ৩৩ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিমের উন্নতি হয়েছে ১ ধাপ। ২৫ নম্বরে আছেন উইকেটরক্ষক ব্যাটার। তবে ধারাবাহিক অব ফর্মের কারণে অবনতি হয়েছে নাজমুল হোসেন শান্তর। ২ ধাপ নিচে ৪৮ নম্বরে আছেন বাংলাদেশের অধিনায়ক।
৯১৭ রেটিং নিয়ে যথারীতি ব্যাটারদের শীর্ষে আছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। বোলারদের মধ্যে সবার ওপরে আছেন ৮৭১ রেটিংধারি ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ। অন্যদিকে অলরাউন্ডারে শীর্ষে আছেন বুমরাহরই সতীর্থ রবীন্দ্র জাদেজা। তার রেটিং ৪৪২। তবে টেস্টে থেকে অবসর নিলেও এক ধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। বর্তমানে ২৪৫ রেটিং নিয়ে তিনে সাকিব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct