নিজস্ব প্রতিবেদক, কালিয়াচক, আপনজন: মালদহের কালিয়াচক বালিয়াডাঙ্গা থেকে শুরু করে শেরশাহী, সাহাবাজপুর হয়ে গোলাপগঞ্জ পর্যন্ত ছেয়ে আছে অসংখ্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। আর এরই ভিড়ে আবার এক নতুন শিক্ষা প্রতিষ্ঠান জ্ঞান বিকাশ মিশনের পথচলা শুরু। এই জ্ঞান বিকাশ মিশনের প্রথম বর্ষে ভর্তি প্রবেশিকা পরীক্ষা হয়ে গেল প্রায় দুই হাজার ছাত্রছাত্রীদের নিয়ে। এছাড়াও আরও অন্যান্য জায়গায় অর্থাৎ মালদা জেলার বিভিন্ন এলাকায় ভর্তি প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এদিন পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মেধা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। মিশন কর্তৃপক্ষ অর্থাৎ সভাপতি আজিজুর রহমান জানান, জ্ঞান বিকাশ মিশন একটি সম্পূর্ণ বেসরকারি বাংলা মাধ্যম আবাসিক ও অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বায়িত বাজার অর্থনীতির অধীনে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি গ্রহণের জন্য সফল এবং উদ্যোগই ছাত্র জীবন তৈরি করার জন্যই এই জ্ঞান বিকাশ মিশন। ছাত্র এবং শিক্ষক কর্মীদের জন্য একটি কঠোর আচরণ বিধির উপর জোর দেয় যাতে আগামীকালের একটি উন্নত সমাজে অবদান রাখার জন্য ভালো শিক্ষার মৌলিক বিষয়গুলির সাথে সমতা বজায় রেখে গুণমান বৃদ্ধি করা হয়। আমাদের এই বিদ্যালয়ের যেসব পরিকাঠামো রয়েছে, প্রশস্ত এবং বিস্তৃত বারান্দা যুক্ত শ্রেণিকক্ষ, প্রতিটি কক্ষে তীব্র তাপদাহে এসি, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক পৃথক হোস্টেলের সুব্যবস্থা, ওয়াশরুম, খাওয়া-দাওয়ার জন্য বড় একটি ক্যান্টিন, খেলাধুলার জন্য গাছের ছায়া ও সূর্যের আলো মিশ্রিত সবুজে ভরা একটি সুন্দর প্লেগ্রাউন্ড, সমস্ত প্রয়োজনীয় ও বেশ কিছু অন্যান্য বই নিয়ে লাইব্রেরী, ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার ল্যাব, ছাত্র-ছাত্রী, স্টাফ, অভিভাবক অভিভাবিকা অতিথিদের রাখার পার্কিং ব্যবস্থা, এছাড়াও বিশ্রামাগার রয়েছে। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দিনে আমরা আরো উন্নততর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct