এম মেহেদী সানি, হাড়োয়া, আপনজন: সামাজিক সেবামূলক কাজে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে শিক্ষা দানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচি আয়োজন করে থাকে হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে ৷ রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ার মল্লিকপুরে অবস্থিত হাশিমিয়া ইন্টারন্যাশনাল একাডেমিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির ৷ রক্তদানে উৎসাহিত করতে মিশনের শিক্ষার্থীরা প্রেরণামূলক নাটিকা পরিবেশন করে ৷ পাশাপাশি বৃক্ষ বিতরণ ও কৃতি পড়ুয়াদের সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে আবাসিকভাবে পাঠরত শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা হয় ৷ স্থানীয় মানুষজন ও অ্যাকাডেমির অভিভাবক অভিভাবিকাবৃন্দ মিলিয়ে ৪৯ জন দাতা রক্তদান করেন। বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে রক্তাদাতাদের হাতে এদিন বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়। এ দিন উদ্বোধনী ভাষণে হাশিমিয়া ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সুপারেন্টেন্ডন্ট মুফাস্বির হোসেন বলেন, সমাজসেবার উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে আমরা স্বেচ্ছায় রক্তদান উৎসবের আয়োজন করেছি। রক্তদান, বিশ্ব উষ্ণায়নের কথা ভেবে গাছের চারা প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানালাম। সমাজের প্রতি এই কাজগুলো করা আমাদের কর্তব্য ৷’ হাশিমিয়া একাডেমির অ্যালুমানি অ্যাসোসিয়েশন তথা প্রাক্তন ছাত্র এবং শিক্ষক মন্ডলীর উদ্যোগকে তিনি ধন্যবাদ জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাব্বাইক ইন্টারন্যাশনাল অ্যাকাডেমির সম্পাদক হাসিবুর রহমান, নীড় আইডিয়াল হোমের সম্পাদক আবুল কালাম আজাদ, মোটিভেশনাল স্পিকার আবেদীন হক আদি, হাড়োয়া থানার আধিকারিক সুজন পাল ও সফিউল ইসলাম, আইনজীবি শেখ ওয়াসিম আক্তার, স্থানীয় পঞ্চায়েত সদস্য আনসার আলী ও তাপসবাবু প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসিম আব্দুল হালিম ওরফে মুকুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct