আপনজন ডেস্ক: রাহুল গান্ধি কেরলের ওয়ানাড লোকসভা কেন্দ্রের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে আগামী ১৩ নভেম্বর। সেই উপনির্বাচনে ওয়ানাড থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি। আজ বুধবার মা সোনিয়া গান্ধি, ভাই রাহুল গান্ধি ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কা তাঁর মনোনয়নপত্র জমা দেন। গত লোকসভা নির্বাচনে দুটি আসন থেকে জয়ী হন রাহুল। একটি রায়বেরিলি, অন্যটি ওয়ানাড। রাহুল রায়বেরিলি রেখে ওয়ানাড আসনটি ছেড়ে দিয়েছেন। ওয়ানাড আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হবে। ওয়েনাড আসনের ভোটে প্রিয়াঙ্কা জিতলে গান্ধী পরিবারের তিন সদস্যই একসঙ্গে সংসদের সদস্য হবেন। সে ক্ষেত্রে রাহুলের মতো প্রিয়াঙ্কাও হবেন লোকসভার সদস্য। আর সোনিয়া বর্তমানে রাজ্যসভার সদস্য। গতকাল মঙ্গলবার মা ও ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা যান কর্ণাটকের মহীশূরে। সেখান থেকে ১৪০ কিলোমিটার সড়কপথ পাড়ি দিয়ে তাঁরা পৌঁছান ওয়েনাডে। আজ ‘রোড শো’ করে তিনি মনোনয়নপত্র জমা দেন। এটাই হতে চলছে প্রিয়াঙ্কার প্রথম নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা। সেকথা তিনি নিজেই ব্যক্ত করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct