সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বেসরকারি স্কুলের প্রায় ১০০ মিটার দূরে আবর্জনার স্তুপে আগুনের ধোয়ায় নাজেহাল পরিস্থিতি, আতঙ্কে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক থেকে সাধারণ মানুষ, পাশাপাশি পাহাড় সমান আবর্জনা স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা, অভিযোগের তীর বিষ্ণুপুর পৌরসভার দিকে, সমগ্র বিষয় নিয়ে মুখে কুলুপ পৌরসভার। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভা, দেড়শ বছরের অতি প্রাচীন এই পৌরসভা। এই পৌরসভায় নেই কোন স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড। যার জেরে শহরের তিন নম্বর ওয়ার্ডে লাল বাঁধ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে আবর্জনার পাহাড়। স্থানীয়দের অভিযোগ পৌরসভার পক্ষ থেকে শহরের আবর্জনা খেলা হচ্ছে ওই স্থানে। এক আবর্জনার দুর্গন্ধ রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা পাশাপাশি কেউ বা কারা ওই আবর্জনায় লাগিয়ে দিচ্ছে আগুন, বিষাক্ত ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। দূষিত এই ধোঁয়া এবং আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। পাশেই রয়েছে একটি বেসরকারি স্কুল যেখানে নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে। স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রীদের আতঙ্কের মধ্যেই করতে হয় তাদের ক্লাস। ছাত্র-ছাত্রীরা জানাচ্ছেন এক দুর্গন্ধ তার ওপর দূষিত ধোঁয়া স্কুলের জানালা দিয়ে ক্লাসরুমে ঢুকে যাচ্ছে। ফলে অনেক ছাত্র-ছাত্রী স্কুলে আসা বন্ধ করেছেন। যেকোনো সময়ে অসুস্থ হতে পারে ছাত্রছাত্রীরা। স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন এই সমস্যার কথা একাধিকবার পৌরসভায় জানানো হয়েছে কিন্তু কোন সূরা হয়নি। স্বাভাবিকভাবে আতঙ্ক নিয়েই পঠন-পাঠন করাতে হয় তাদের। সমগ্র বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন বিষ্ণুপুর পৌরসভা। পৌরসভার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তিনি কোন কথা বলতে রাজি হননি।
তবে সূত্রের খবর বিষ্ণুপুর পৌরসভার পক্ষ থেকে একটি নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছে তা কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct