আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: মিনিস্ট্রি অফ টেক্সটাইল ভারত সরকারের উদ্যোগে গান্ধী শিল্প বাজারে শুভ উদ্বোধন হয়। শান্তিনিকেতন আরবান হাট ও বিশ্ব বাংলা হাট প্রান্তিক স্টেশনের সন্নিকট।মঙ্গলবার থেকে শুরু হয়েছে শিল্প ও তাঁত মহোৎসব। সাত দিন ধরে চলবে আজ অর্থাৎ ২২ থেকে ২৮ শে অক্টোবর পর্যন্ত দুপুর বারোটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকবে। এই মেলা বিভিন্ন শিল্পীদের হাতের কাজ যেমন উড ক্রাফ থেকে শুরু করে লেদার, হ্যান্ড প্রিন্টেড টেক্সটাইল, ডোগরা, মেটাল সহ বিভিন্ন স্টল এখানে স্থান পেয়েছে। শিল্পীদের উৎসাহ দান করতেই সম্পূর্ণ বিনামূল্যে বিশ্ব বাংলা হাটে স্টলগুলি দেওয়া হয়েছে। এখানে স্থানীয় রাজ্য ও রাজ্যের বাইরে বিভিন্ন শিল্পীরা তাদের উৎপাদিত নানান দ্রব্য নিয়ে বসেছেন মেলাতে। তাদের উৎপাদিত দ্রব্যগুলিকে ক্রেতাদের সামনে তুলে ধরতেই এমন উদ্যোগ। উপস্থিত ছিলেন সৌমেন দত্ত ডি আই সি বীরভূম, প্রফেসর অরবিন্দ মণ্ডল শিল্প সদন শান্তিনিকেতন বিশ্বভারতী, সুদর্শন দাস অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ই আর ও কলকাতা প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct