সজিবুল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রানীতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক মহম্মদ খুরসেদ আলম সহ বিরাট পুলিশদল সোমবার মধ্য রাতে রানীতলার নশিপুর পঞ্চায়েত সংলগ্ন সাহেবনগর মাঠ এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে ৪১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। জেলা পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, ‘ধৃত বাংলাদেশীদের জিজ্ঞাসাবাদ করলে তারা কোন বৈধ নথিপত্র বা সঠিক তথ্য দেখাতে পারেনি।
ধৃতরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। মুর্শিদাবাদ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে কেউ ছয় মাস আগে তো আবার কেউ আরো আগে অবৈধ ভাবে তারকাটা মাড়িয়ে ভারতে প্রবেশ করেছে। বাংলাদেশীরা বেশিরভাগ সময় লালগোলা, ভগবানগোলা, রানিনগর, ও রানিতলা সহ জেলার বিভিন্ন সীমান্ত লাগোয়া এলাকা গুলিতে আশ্রয় নিয়েছিল এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা রাজমিস্ত্রীর কাজ করছিল। কাজ শেষ করে নিজের দেশের বাড়ি ফেরার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করে ফের অবৈধভাবে সীমান্ত পেড়িয়ে বাংলাদেশে ঢোকার জন্য রানিতলার এলাকায় একত্রিত হয়।
পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে সীমান্ত অতিক্রম করে নিজের দেশে ফিরে যাওয়ার। তবে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করার আগেই ভারতীয় এলাকায় থাকা রানীতলা থানার পুলিশ তাদের গ্রেফতার করে। একসঙ্গে ৪১ জন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশীকে গ্রেপ্তারে সোরগোল পড়ে গিয়েছে দেশ জুড়ে। ধৃতদেরকে মঙ্গলবার লালবাগ মহকুমা আদালতে পাঠানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct