অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ধরনা, অবস্থান ও ডেপুটেশন কর্মসূচিতে শামিল এলআইসি এজেন্টরা। মূলত এজেন্ট কমিশন কমিয়ে দেয়া, জিএসটি লাগু করা, অবিলম্বে জিএসটি প্রত্যাহার, এজেন্টদের কমিশন বাড়ানো সহ বেশ কিছু দাবিতে এই ধর্না ও অবস্থান বিক্ষোভ কর্মচারীদের শামিল হয়েছেন এজেন্টরা। বালুরঘাটে চকভবানী এলাকায় এলআইসি অফিসের সামনে এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়ার তরফে শুরু হওয়া এই কর্মসূচি মঙ্গলবার দুপুর ১২ থেকে ৩ টা পর্যন্ত চলবে বলেই জানা গিয়েছে। নিজেদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের সামিল হবেন বলেই সংগঠনের সদস্যরা জানিয়েছেন।
এবিষয়ে এলআইসি এজেন্ট অর্গানাইজেশন অফ ইন্ডিয়া তরফে গৌতম রাহা নামে এক আন্দোলনকারী জানান, ‘সারা ভারতবর্ষ ব্যাপী আমাদের এই আন্দোলন চলছে। বালুরঘাটে দীর্ঘদিন ধরে আমাদের এই আন্দোলন চলছে। কেন্দ্র সরকার এবং আইআরডিএ এর যৌথ চক্রান্তে এজেন্টদের উপরে অনেক আঘাত নেমে এসেছে। এজেন্ট কমিশনের উপরে আঘাত নেমে এসেছে। আমাদের ১৯৫৬ সালের পর থেকে যে কমিশন ছিল, সেটা কমিয়ে দেয়া হয়েছে। জীবন বিমার প্রিমিয়াম থেকে জিএসটি প্রত্যাহার করতে হবে, এটা আমাদের প্রথম থেকেই দাবি ছিল। আমাদের দাবি মেনে নেয়া না হলে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct