এহসানুল হক, বসিরহাট, আপনজন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। এই ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রয়েছে বসিরহাট পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷
বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত ৷ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বৃহস্পতিবার তা আছড়ে পড়ার আশঙ্কা স্থলভাগে ৷ ইতিমধ্যে উপকূলে এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে বাড়তি সর্তকতা গ্রহণ করা হয়েছে। ঘূর্ণিঝড় ‘দানা’র ফলে বসিরহাট পুলিশ জেলায় যাতে কোনও রকমের সমস্যা না-হয়, তার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করল বসিরহাট পুলিশও।
বসিরহাট মহকুমার উপকূল তীরবর্তী এলাকায়গুলিতে খোলা হয়েছে কন্ট্রোলরুম। নদীর তীরে চলছে মাইকিং ৷ সুন্দরবনের উপকূল তীরবর্তী ত্রাণ শিবিরগুলিতে প্রস্তুতির কাজ প্রায় শেষের মুখে ৷
মজুত রাখা হচ্ছে শুকনো খাবার ও পানীয় জল। সন্দেশখালি-২ ব্লকের বিডিও বলেন, “ঘূর্ণিঝড় মোকাবিলা জন্য সবরকমভাবে আমরা প্রস্তুত ৷ মাইকিং চলছে ৷ ত্রাণ শিবিরগুলিকে প্রস্তুত রেখেছি ৷ দূর্বল নদীবাঁধে কাজ চলছে ৷” আবহাওয়া দফতরের সতর্কবার্তা পাওয়ার পর মঙ্গলবার থেকে থেকেই ঘূর্ণিঝড় ডানার মোকাবিলার প্রস্তুতি শুরু করে দিল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন।ইতিমধ্যে জেলার সুন্দরবন ঘেঁষা বসিরহাটের উপকূলবর্তী এলাকাতে জেলা প্রশাসনের তরফে মাইকিং শুরু হয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের নদী এবং সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। মাইকিং প্রচারের মাধ্যমে সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের সতর্ক করার কাজ শুরু করেছেন।হেমনগর কোস্টাল থানা ঘূর্ণিঝড় ‘দানা’ সম্পর্কে সুন্দরবনের হেমনগর পোস্টাল থানা এলাকার অধীনে বেশ কয়েকটি ঘাট ও নদীতীরবর্তী গ্রামে মাইকিং এবং সতর্কতার মাধ্যমে একটি সচেতনতা প্রচারের ব্যবস্থা করেছিল পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct