নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: পাবলিক সার্ভিস কমিশনের অধিনে থাকা ওয়েস্ট বেঙ্গল অডিট এবং অ্যাকাউন্টস সার্ভিসে প্রমোশনের ক্ষেত্রে বিভাগীয় পরীক্ষার ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে ৷ ২০২১ সালের ১১/২০২১ বিজ্ঞপ্তি অনুযায়ী ২১শে অক্টোবর পাবলিক সার্ভিস কমিশনের তরফে প্রকাশিত ২৪ জনের ওই মেরিট লিস্টে একজন ওবিসি-বি, একজন এসটি, ছ’জন এসসি, ১৬ জন জেনারেল ক্যাটাগরিতে সফল হয়েছে ৷ তবে ওই মেরিট লিস্টে ওবিসি-এ ক্যাটাগরিতে কেউ সফল না হওয়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন অনেকেই ৷ নির্দিষ্ট নিয়ম মানা হয়নি নাকি দপ্তরের যোগ্য প্রার্থীর অভাব রয়েছে তা নিয়েও প্রশ্ন উঠছে ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct