সাদ্দাম হোসেন মিদ্দে, হাড়োয়া, আপনজন: উপ নির্বাচনে বামেদের সঙ্গে বোঝাপড়া হল আইএসএফ-এর। উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ায় বামেরা নয় প্রার্থী দিচ্ছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আইএসএফ প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন আইনজীবী পিয়ারুল ইসলাম। মঙ্গলবার প্রেস রিলিজ দিয়ে প্রার্থীর নাম ঘোষণা করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। বামেদের সঙ্গে বোঝাপড়া করেই হাড়োয়ায় আইএসএফ প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান নাওসাদ সিদ্দিকী। তৃণমূল শেখ রবিউল ইসলাম কে হাড়োয়া আসনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে। যিনি সম্পর্কে হাড়োয়ার প্রাক্তন বিধায়ক সদ্য প্রয়াত হাজি শেখ নুরুল ইসলামের মেজো পুত্র।
এই আসনে বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন বিমল দাস। ১৩ নভেম্বর ২০২৪ বুধবার হাড়োয়া সহ রাজ্যের ৬ টি বিধানসভা আসনে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণ চলবে সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।
উল্লেখ্য চলতি বছরে হাজি শেখ নুরুল ইসলাম বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হলে হাড়োয়া আসন টি বিধায়ক শূন্য হয়। সাংসদ হাজি নুরুল ইসলাম সদ্য প্রয়াত হয়েছেন। ফলে বিধানসভার পাশাপাশি লোকসভাতেও উপনির্বাচন হবে। লোকসভা উপনির্বাচন এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct