আসিফা লস্কর, কাকদ্বীপ, আপনজন: ক্রমশক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসে ঘূর্ণিঝড় ডানা। ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় ইতিমধ্যে রাজ্যের উপকূল তীরবর্তী এলাকায় জারি করা হয়েছে লাল সর্তকতা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে উপকূল তীরবর্তী এলাকার মানুষজনদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি গভীর সমুদ্রে মাছ ধরার উপর মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিভিন্ন উপকূল তীরবর্তী থানা এলাকার পক্ষ থেকে গভীর সমুদ্র চলছে মাইকিং। ঘূর্ণিঝড় ডানা আতঙ্কে কার্যত রাতের ঘুম উড়েছে উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের।
সুন্দরবনের গোসাবা, বাসন্তী, ক্যানিং, পাথরপ্রতিমা, সাগর বকখালি নামখানা সহ একাধিক উপকূল তীরবর্তী এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এর পাশাপাশি সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের মাটির নদী বাঁধ যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করার কাজ শুরু করেছে রাজ্যের সেচ দপ্তর। মঙ্গলবার কাকদ্বীপ মহাকুমার শাসকের দপ্তরে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার উপস্থিতিতে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন সুন্দরবন এলাকার প্রতিটি ব্লকের বিডিও থেকে শুরু করে সেচ দপ্তরের আধিকারিকেরা। উপস্থিত ছিলেন পুলিশ প্রশাসনের কর্তা থেকে শুরু করে এলাকার বিধায়করা। প্রতিবার প্রাকৃতিক বিপর্যয় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয় কাকদ্বীপ মহকুমার এলাকার মৌশুনি দ্বীপ ও ঘোড়ামারা দ্বীপ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনের বিস্তীর্ণ উপকূল তীরবর্তী এলাকাগুলি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার বিচ্ছিন্ন দ্বীপগুলির ওপর বিশেষ নজর রাখা হয়েছে। কাকদ্বীপ ও গোসাবা, গঙ্গাসাগরে বিপর্যয় মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোলরুম। বিভিন্ন ব্লকগুলিতে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ইতিমধ্যে প্রস্তুত থাকার নির্দেশ জারি করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যে খুলে দেয়া হয়েছে ত্রাণ শিবির গুলি। ত্রাণ শিবির গুলিতে মজুদ রাখা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল এবং শুকনো খাবার। ঘূর্ণিঝড়ের নজর রাখছি রাজ্যের আবহাওয়াবিদরা। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা তিনি জানান, ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় ইতিমধ্যে উচ্চপর্যায় বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে নেয়া হয়েছে। সুন্দরবনের যে সকল নিম্নবর্তী এলাকা রয়েছে সে সকল এলাকা থেকে ইতিমধ্যে মানুষজনদের সরানোর কাজ শুরু করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct