এহসানুল হক, বসিরহাট, আপনজন: স্টেডিয়ামের সাজঘরের নামকরণ নিয়ে বিতর্ক।সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে পোস্ট। পোস্ট তৃণমূল নেতার। বসিরহাটের B,S,S,A (বসিরহাট সাবডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন) স্টেডিয়ামে ‘ হরিহর বন্দ্যোপাধ্যায় ‘ নামাঙ্কিত সাজঘরের উদ্বোধন হবে আগামীকাল।হরিহর বন্দ্যোপাধ্যায় বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের দাদু।বিধায়কের তহবিলের টাকায় এই সাজঘরটি তৈরি হয়েছে এবং সেখানে সাজঘরটির নামকরণ করা হয়েছে ‘ হরিহর বন্দ্যোপাধ্যায় ‘ আর এটি আপত্তি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল নেতা তথা বসিরহাট পৌরসভার পৌর মাতার স্বামী সুরজিৎ মিত্র।তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন-বিধায়কের তহবিল থেকে তৈরি হওয়া কোন ভবন এর নামকরণ সেই বিধায়কের পরিবারের থেকে হতে পারে না , এবং BSSA স্টেডিয়াম টি কারোর পৈতৃক সম্পত্তি না।
তিনি ক্যামেরার সামনে বলেন-BSSA স্টেডিয়ামের যে কমিটি সেই কমিটির মেম্বার তিনি , বিধায়ক কোন মিটিং ছাড়াই তার দাদুর নামে এই ভবনটি নামাঙ্কিত করেছে। এটা ঠিক না। বসিরহাটে আরো অনেক স্বনামধন্য ব্যক্তি বা ফুটবলার ছিল যাদের নামে এই ভবনটি নামকরণ করা যেত।
আর এই বিষয়ে-বিধায়ক সপ্তসী ব্যানার্জি বলেন-মিটিং এর মাধ্যমে নামকরণটি ঠিক হয়েছে। ভবনটি তৈরি হয়ে রয়েছে। উদ্বোধন হবে। যিনি লিখেছেন ফেসবুকে। তিনি ফেসবুকে না লিখে কমিটির সঙ্গে যোগাযোগ করুন জানতে পারবেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct