আপনজন ডেস্ক: ওয়াশিংটনের ফল সিটিতে গতকাল সোমবার সকালে একটি বাড়ির ভিতরে পাঁচজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একটি বন্দুক হামলার পর কর্মকর্তারা এই খবর জানান। রয়টার্স জানায়, এ ঘটনায় জড়িতরা সবাই এক পরিবারের সদস্য কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে সহিংসতার এই ঘটনা ঘটেছে শেরিফ দপ্তর তা উদ্ঘাটন করার চেষ্টা করছে।
কিং কাউন্টি শেরিফের অফিস অনুসারে, দুইজন প্রাপ্তবয়স্ক এবং তিনজন স্কুল-বয়সী শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় ১৫ বছর বয়সী এক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। বন্দুক হামলার নিয়ে ৯১১ একটি ফোন এলে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত আরেক কিশোরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হেফজতে নেওয়া সন্দেহভাজন কিশোরকে কিং কাউন্টি কিশোর সংশোধন কেন্দ্রে রাখা হয়েছে। কিং কাউন্টি শেরিফের অফিসের মুখপাত্র মাইক মেলিস বলেছেন, ‘সন্দেহভাজন কিশোর সম্পর্কে আরো কোনো তথ্য প্রকাশ করা হবে না।’
একটি সংবাদ সম্মেলনে মেলিস সোমবার এই ঘটনাকে একটি ‘পারিবারিক ঘটনা’ এবং ‘স্পষ্টভাবে পারিবারিক সহিংসতা’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এ ঘটনায় শুধু ওই কিশোর জড়িত নয় উল্লেখযোগ্য সমস্যাও রয়েছে, এতে আগ্নেয়াস্ত্র জড়িত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct