আপনজন ডেস্ক: দক্ষিণপূর্ব এশিয়ার কমিউনিস্টপন্থী একদলীয় শাসনব্যবস্থার দেশ ভিয়েতনামের সেনাবাহিনীর জেনারেল লুওং কুওংকে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দেশটির পার্লামেন্ট অধিবেশনে অংশ নেয়া ৪৪০ জন ডেপুটির সবার ভোটে কুয়ং নির্বাচিত হন। ৬৭ বছর বয়সী কুয়ং মে মাসে প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়া টো লামের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে গত জুলাইয়ে ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এনগুয়েন ফু ট্রংয়ের মৃত্যুর পর পার্টি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন টো লাম। অভিষেক ভাষণে লুয়ং কুয়ং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা জোরদার করা এবং বিপ্লবী, সুপ্রশিক্ষিত ও আধুনিক সেনাবাহিনী গড়ে তোলা হবে। নির্বাচনের আগে, কুওং কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ পদে ছিলেন জেনারেল লুয়ং কুয়ং। এর ফলে তিনি দলের প্রধান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সংসদের চেয়ারম্যানের পর ভিয়েতনামের পঞ্চম ক্ষমতাধর হয়ে উঠেন। কুয়ং কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ পরিষদ পলিটব্যুরোরও একজন সদস্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct