আপনজন ডেস্ক: সুদানের কেন্দ্রীয় শহর ওয়াদ মাদানিতে একটি মসজিদে সেনাবাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় অ্যাক্টিভিস্টদের একটি কমিটির বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
ওয়াদ মাদানি রেজিস্টেন্স কমিটি যুদ্ধবিধ্বস্ত দেশজুড়ে সহায়তা সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবী গোষ্ঠীর মধ্যে একটি। তারা মঙ্গলবার সকালে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, খার্তুমের ঠিক দক্ষিণে অবস্থিত আলজাজিরা রাজ্যের রাজধানীতে রবিবার মাগরিবের নামাজের পর এই হামলা হয়েছিল।
কমিটি অভিযোগ করেছে, সেনাবাহিনী ‘ব্যারেল বোমা’ ব্যবহার করে এ হামলা চালিয়েছে। অর্ধেকেরও বেশি নিহতকে এখনো শনাক্ত করা যায়নি। কারণ উদ্ধারকারীরা অনেক পোড়া ও বিকৃত দেহাবশেষের মধ্যে অনুসন্ধান করছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী ও আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ চলছে। এ যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত এবং বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
এই দুটি বাহিনী মধ্য সুদানের কৃষিনির্ভর আলজাজিরা রাজ্যের দখল নিয়ে তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে, যা গত বছর থেকে আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
যুদ্ধের উভয় পক্ষই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বেসামরিকদের লক্ষ্য করে হামলা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ এবং ত্রাণ আটকে রাখা বা লুটপাট করা। বিশেষভাবে আরএসএফের বিরুদ্ধে ব্যাপক লুটপাট ও এলাকায় অবরোধ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct