আপনজন ডেস্ক: সেভিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে সামনের বড় দুই ম্যাচের ‘প্রস্তুতি’ সারলো বার্সা। পরের ম্যাচটি ন্যু ক্যাম্পে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের বিপক্ষে। এরপর এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে কাতালানরা। রোববার রাতে স্প্যানিশ লা লিগায় সেভিয়াকে ৫-১ গোলে হারায় বার্সেলোনা। রবার্ট লেভানডোভস্কি ও পাবলো তোরের জোড়া গোলের পাশাপাশি অধিনায়ক পেদ্রির পা থেকেও এসেছে গোল।
বার্সেলোনার অলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে রোববার রাতটা সেভিয়ার জন্য ছিল বিভীষিকার মতো। ৩-১ গোলে পিছিয়ে থাকার পর শেষ ৮ মিনিটে দলটির জালে ঢুকেছে আরো ২ গোল। ৮৭তম মিনিটে সেভিয়ার স্তানিস ইদুম্বোর সান্ত্বনাসূচক গোলের পরের মিনিটেই বার্সার পাবলো তোরের গোল। তাতে সেভিয়াকে ৫-১ গোলে উড়িয়ে লা লিগায় শীর্ষেই থাকলো হ্যান্সি ফ্লিকের দল। রিয়াল মাদ্রিদের ১০ ম্যাচে ২৪ পয়েন্ট, আর বার্সার ১০ ম্যাচে ২৭ পয়েন্ট। আগামী শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকো খেলতে নামবে এই দুই দল। ২৪তম মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন লেভানডোভস্কি, ঠিক ৪ মিনিট পর পেদ্রি গোল করে দলকে ২-০তে এগিয়ে নেন। ৩৯তম মিনিটে লেভার আরেক গোলে ৩-০তে এগিয়ে যায় বার্সা। বিরতির পর তোরেস আসেন আক্রমণে। ৮২ তম মিনিটে গোল করার পর ৬ মিনিটের মাথায় আবারো গোল করেন তোরেস। ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বার্সা।
এই ম্যাচে চোট থেকে মাঠে ফিরেছেন গাভি।
আরেক মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং আগেই ফিরেছেন। ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘সব ম্যাচই গুরুত্বপূর্ণ, শুধু বড় ক্লাবের বিপক্ষে ম্যাচই নয়। সেভিয়া কঠিন প্রতিপক্ষ ছিল। তা ছাড়া আমরা সদ্যই আন্তর্জাতিক বিরতি থেকে ফিরেছি। ফল নিয়ে আমি খুব খুশি। আজ সারাদিন জয়টা উপভোগের জন্য। কাল বায়ার্নের বিরুদ্ধে প্রস্তুতি।’
বার্সেলোনা আগামীকাল উয়েফা চ্যাম্পিয়নস লীগের ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct