আপনজন ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে সংসদীয় কমিটি থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সাসপেন্ড করা হয়েছে। মঙ্গলবার জেপিসি-র বৈঠকে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় একটি কাচের জলের বোতল ভেঙে ফেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনায় আহত হন কল্যাণ। সংসদ কমপ্লেক্সের একটি মেডিক্যাল ডিসপেনসারিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ে বুড়ো আঙুল এবং ডান হাতের কনিষ্ঠ আঙুলে চারটি সেলাই দিতে হয়। শেষ পর্যন্ত জগদম্বিকা পাল সভা মুলতুবি করে দেন। পরে কমিটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে একদিনের জন্য সাসপেন্ড করে। উল্লেখ্য, মঙ্গলবার ওয়াকফ বিল নিয়ে জেপিসি-র বৈঠকে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। সূত্রের খবর, বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি কাচের জলের বোতল তুলে টেবিলে আছড়ে ফেলেন এবং আহত হন। এরপর ভাঙা বোতলটি চেয়ারম্যানের দিকে ছুড়ে মারেন। কল্যাণের হাতে সেলাই দেওযার পর তার হাত ধরে নিয়ে যেতে দেখা যায় মিম সাঙসদ আসাদউদ্দিন ওযাইসি। এ ঘটনার জেরে সভা কিছু সময়ের জন্য মুলতবি করা হয়। এদিনের বৈঠকে কমিটি ওড়িশার কটকে অবস্থিত জাস্টিস ইন রিয়েলিটি ও পঞ্চশাখা প্রচারের প্রতিনিধিদের মতামত ও পরামর্শ শোনে। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের (আইইউএমএল) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলও তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct