সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্র সরকার আবাস যোজনার ঘরের টাকা না দিলে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে আবাস যোজনার ঘরের টাকা চলতি বছরের শেষের দিকেই ঘর পাপক দের ব্যাংক অ্যাকাউন্টের দিয়ে দিবে । আর তার মধ্য আবাস যোজনার ঘরের তালিকা নিয়ে বিভিন্ন সময় দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সব দুর্নীতির কথা মাথায় রেখে জেলা ও ব্লক স্তরের আধিকারিক দের দিয়ে অ্যাপের মাধ্যমে সরজমিনে তালিকা ভুক্ত ব্যক্তিদের বাড়ির সার্ভের নির্দেশ দেন। সেই মত ২১ শে অক্টোবর থেকে সার্ভের কাজ শুরু করার নির্দেশ দেওয়া হলে সেই নির্দেশ মতো গ্রামে গিয়ে কাজ শুরু করতে পারলেন না অনেক আধিকারিক গণ। কারণে সার্ভার ডাউন আবার কারো মোবাইলে অ্যাপ খুলছে না । সেই মত বাংলা আবাস যোজনার ঘরের সার্ভে হওয়ার কথা থাকলেও সকাল গড়িয়ে বিকেল হয়ে গেলো অনেক এলাকায় কোনো আধিকারিকের দেখা মিলল না আর এই ছবি গোটা মুর্শিদাবাদ জেলার পাশাপাশি ডোমকল ব্লকের আট নম্বর রায়পুর গ্রাম পঞ্চায়েত এলাকাতেও সাধারণ মানুষ সকল থেকে তারা বাড়িতে বসে থাকেন শুধুমাত্র তাদের সার্ভে হবে এমনই কথা গতকাল স্থানীয় মেম্বাররা জানিয়েছেন আর তারপরেই সাধারণ মানুষ শ্রমজীবী যারা বাড়িতে বসে কিন্তু এখনো পর্যন্ত আধিকারিকদের দেখা না মেলায় সমস্যায় পড়েছেন এলাকার শ্রমজীবী মানুষ জনেরা । যদিও এই বিষয়ে যে সমস্ত প্রতিনিধি দল গিয়েছেন তারা এই বিষয়ে মুখ খুলতে চাইলেন না সংবাদ মাধ্যমে। পাশাপাশি তারা শুধুমাত্র একটা কথাই বললেন যে তাদের অ্যাপসে কাজ করছে না কিন্তু তারা সেই সকাল থেকে বসে রয়েছেন রায়পুর গ্রাম পঞ্চায়েতের মধ্যেই কিন্তু তারা একবারও বেরিয়ে দেখলেন না সাধারণ মানুষের বাড়ি। এখন সাধারণ মানুষের বক্তব্য কালকে যদি আবার আসেন তাহলে তো আবার একদিন নষ্ট আর তাতেই চিন্তার ভাঁজ করেছে আট নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকায়।
যদিও এই বিষয় নিয়ে ডোমকলের বিডিও শঙ্খদীপ দাস জানান প্রথমে কিছু সমস্যা হলেও পরে কাজ শুরু করা গিয়েছে । রাজ্যর নির্দেশে কাজ শুরু করা হয় কিন্তু প্রথম দিনে নতুন অ্যাপ এ কাজে সমস্যা হলেও সেটা ঠিক হয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct