সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রামে একটি শাখা পোস্ট অফিসে এলাকার অধিকাংশ দরিদ্র মানুষ ডাকঘরে একাউন্ট খুলে টাকা রেখেছিলেন। কেউ ৫০ হাজার কেউ ১ লাখ কেউ আবার ৩ লাখ টাকা পোস্ট অফিসের একাউন্টে রেখেছিলেন এমনটাই দাবি করেছিলেন গ্রাহকরা । হঠাৎ বেশ কিছু গ্রাহক টাকা তুলতে গেলে জানতে পারেন তাদের পাসবুকে যে টাকার অংক জমা রয়েছে, আদতে একাউন্টে সেই টাকা নেই। এই খবর ছড়িয়ে পড়তেই গ্রামের প্রচুর গ্রাহক এসে উপস্থিত হয়েছিল মড়ার শাখা ডাকঘরে। বিক্ষোভে ফেটে পড়েছিল গ্রাহকরা। বিষ্ণুপুর মুখ্য ডাকঘর এর পক্ষ থেকে জানানো হয়েছিল বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। বিভাগীয় তদন্ত প্রক্রিয়া শেষে আধিকারিকরা জানতে পারেন ওই পোস্টমাস্টার এই টাকা তছরূপের ঘটনায় জড়িয়ে। যে কারণেই বিষ্ণুপুর মহাকুমার মুখ্য ডাকঘরের আধিকারিক ১৭ অক্টোবর বিষ্ণুপুর থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগে উল্লেখ করা হয় মড়ার পোস্ট অফিসের পোস্টমাস্টার বিষ্ণু বেউরা গ্রাহকদের ৭ লক্ষ টাকা তছরুপ করে। অভিযোগ পেয়ে তদন্ত নামে বিষ্ণুপুর থানার পুলিশ গতকাল রাতে বিষ্ণুপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে তার বাড়ি থেকে অভিযুক্ত পোস্টমাস্টার কে গ্রেফতার করে আজ অভিযুক্ত পোস্টমাস্টার কে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে তদন্ত প্রক্রিয়া আরো সক্রিয় করার জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct