এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: ওবিসি ইস্যুতে ধারাবাহিকভাবে আন্দোলন অব্যাহত রাখা প্রোগ্রেসিভ ইনটেলেকচ্যুয়াল অব বেঙ্গলের (পিআইবি) সঙ্গে সোমবার রাইটার্স বিল্ডিংয়ে ওবিসি সংক্রান্ত বিষয়ে সভা করেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল । এ কথা জানিয়ে পিআিইবি-র সভাপতি অধ্যাপক ড. মানাজাত আলি বিশ্বাস ‘আপনজন’কে জানান, মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব ওবিসি বিষয়ে আলোচনার জন্য পিআইবির প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিলেন । আজ আমরা পিআইবির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রাইটার্স বিল্ডিংয়ে মাননীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলাম ৷ আমাদের আলোচনা সভায় মন্ত্রীর আহ্বানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল ৷ সেখানে পিআইবির তরফে ওবিসি বিষয়ে চারটি প্রধান দাবি রাখা হয় ।’ প্রথমত, রাজ্য সরকার উদ্যোগী হয়ে আইনজীবী কপিল সিব্বলকে দিয়ে ওবিসির দ্রুত শুনানির জন্য সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এর কাছে মেনশন করুক। দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের মামলা চলাকালীন চিফ জাস্টিসের থেকে অনুমতি নিয়ে বিকল্প পদ্ধতিতে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট প্রদান করার জন্য তৎপরতা গ্রহণ করুক ৷ পিআইবির তরফে জানানো হয়, দাবিগুলি গুরুত্ব সহকারে শোনেন ফিরহাদ হাকিম ৷ ইতিমধ্যেই এ বিষয়ে সরকারের তরফে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট দপ্তরের সচিব সঞ্জয় বনশল ৷ সঞ্জয় বনশল পিআইবিকে জানান ওবিসি বিষয়ক সমস্যা নিয়ে ভুক্তভোগী ছাত্র-ছাত্রী চাকরি প্রার্থীদের তালিকা করে আমাদেরকে জানালে আমরা সমস্যার সমাধান করব ৷ এ কথা জানিয়ে পিআইবি’র সভাপতি ড. মানাজাত আলি বিশ্বাস বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের সচিব সঞ্জয় বনশল মহাশয়ের সঙ্গে একটি যোগসূত্র স্থাপন করে দিয়েছেন ৷ যার ফলে আগামী দিন ওবিঅসি সংক্রান্ত সমস্ত সমস্যা নিয়ে ওবিসি শংসাপত্রধারীদের হয়রানি কমবে ৷ এদিনের আলোচনা সভায় পিআইবি’র পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সভাপতি অধ্যাপক ড. মানাজাত আলি বিশ্বাস, অধ্যাপিকা নার্গিস আব্বাসী, অধ্যাপক ড. মেহেদি হাসান, প্রাক্তন অধ্যক্ষ শামসুল হক, গবেষক সাবির আহমেদ, সমাজকর্মী আলমগীর সর্দার, ডা. আবদুল লতিফ, মশিউর রহমান, শিক্ষক সেখ জাহিরুদ্দিন প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct