চন্দনা বন্দ্যোপাধ্যায়, জয়নগর, আপনজন: প্রাথমিক শিক্ষায় পড়ুয়াদের শিক্ষার ভিতকে মজবুত করার লক্ষে বেসরকারি সংস্থা প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ সোমবার থেকে রাজ্যের ২৩০০ পরীক্ষা কেন্দ্রের মধ্যে দিয়ে চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু করল। শেষ হবে শুক্রবার। মোট ৫ দিনে ৫ টি ভিন্ন বিষয়ে এই পরীক্ষা হচছে।এবছর সারা রাজ্যে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১লক্ষ ৬৮ হাজার ৩৮২ জন।কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এদিন সারা রাজ্যের সাথে সাথে জয়নগর, কুলতলি, বারুইপুর, রায়দীঘি, মথুরাপুর,ক্যানিং সহ একাধিক এলাকার সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে এই পরীক্ষা নেওয়া হয়। বাংলা,হিন্দি ও উর্দু এই ৩ টি ভাষায় চতুর্থ শ্রেণিরপড়ুয়াদের মেধা বিকাশের লক্ষে এই বৃত্তি পরীক্ষা নেওয়া হয়। সোমবার এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের রাজ্য কমিটির সদস্য তথা দক্ষিন ২৪ পরগনার বারুইপুর সাংগঠনিক জেলার বৃত্তি পরীক্ষা পরিচালন কমিটির ইনচার্জ রীতা সরকার বলেন,দ:২৪ পরগনায় মোট ২৮২ টি পরীক্ষা কেন্দ্রে ১৯ হাজার ৯৮২ জন পড়ুয়া এবারে পরীক্ষায় বসেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct