আপনজন ডেস্ক: ইন্দোনেশিয়ার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রাবোও সুবিয়ান্তো। রবিবার বিদায়ী প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দেশ শাসনের দায়িত্ব গ্রহণ করেন ৭৩ বছর বয়সী প্রাবোও। তিনি ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার সুহার্তোর জামাতা। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছেন প্রাবোও।
এ সময় তিনি নিজেকে গত ১০ বছর ধরে দেশটির নেতৃত্বদানকারী প্রেসিডেন্ট জোকো উইদোদোর উত্তরাধিকার হিসেবে এবং গোটা ইন্দোনেশিয় নাগরিকের নেতা হওয়ার প্রতিশ্রুতি দেন। প্রাবোও সুবিয়ান্তো চলতি বছরের ফেব্রুয়ারিতে ভূমিধস বিজয়ের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে তিনি উইদোদোর মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুবিয়ান্তো রবিবার শপথ গ্রহণের পর প্রেসিডেন্সিয়াল প্যালেসে যান এবং সেখানে তিনি বিদায়ী প্রেসিডেন্টের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা গ্রহণ করেন। এক আবেগপ্রবণ অভিষেক ভাষণে তিনি রাজনৈতিক মতপার্থক্য ভুলে সমস্ত ইন্দোনেশিয়ানের নেতা হওয়ার এবং দেশের সবচেয়ে দুর্বল জনগোষ্ঠীর সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল প্রাবোও জাতীয় ঐক্য এবং খাদ্য নিরাপত্তাকে তার প্রশাসনের শীর্ষ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন। শপথ অনুষ্ঠানে সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নিরপেক্ষ বৈদেশিক নীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেন। এদিন ঐতিহ্যবাহী পোশাকে শপথ অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে তিনি বলেন, ইন্দোনেশিয়ার সব নাগরিকের, এমনকি যারা আমাদের ভোট দেননি, তাদের স্বার্থকেও অগ্রাধিকার দিয়ে আমরা ইন্দোনেশিয়া সরকারকে নেতৃত্ব দেব। এ সময় আইনপ্রণেতারা তার নামে স্লোগান দেন এবং শুভেচ্ছা জানান। শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে রাজধানী জাকার্তায় মোতায়েন করা হয় এক লাখ পুলিশ ও সেনাসদস্য। শপথ অনুষ্ঠানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংসহ বেশ কিছু বিদেশি কূটনীতিক অংশ নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct