আপনজন ডেস্ক: গাজায় চলমান সংঘাত পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য জাতিসংঘের বিশেষ সমন্বয়ক টর ওয়েনেসল্যান্ড এক বিবৃতিতে বলেছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং সেখানকার মানুষজনের জন্য নিরাপদ আশ্রয় আর নেই।
তিনি বলেন, গাজায় দুঃস্বপ্নের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। উত্তরের বেইত লাহিয়ায় গত রাতে ইসরায়েলি বিমান হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটেছে। এই অঞ্চলে মানবিক সংকট ক্রমশ খারাপ হচ্ছে এবং মানবিক সহায়তা কার্যত পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। এখন গাজায় কোনো জায়গাই আর নিরাপদ নয়।
ওয়েনেসল্যান্ড আরও বলেন, আমি বেসামরিক জনগণের ওপর হামলার কঠোর নিন্দা জানাই। এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। হামাসের হাতে আটক বন্দীদের মুক্তি দিতে হবে এবং ফিলিস্তিনিদের স্থানচ্যুতি বন্ধ করতে হবে। যেখানে মানুষই থাকুক না কেন, তাদের সুরক্ষা দিতে হবে। মানবিক সহায়তা বাধাহীনভাবে পৌঁছানোর সুযোগ দিতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই সংঘাতের অবসান আনতে সাহস, রাজনৈতিক ইচ্ছা এবং নতুন আলোচনার প্রয়োজন। গাজা ও ইসরায়েলে যেসব পরিবার কষ্টে দিন কাটাচ্ছে, তাদের জন্য এই যুদ্ধ এখনই থামাতে হবে, বলেন তিনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct