আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: তৃণমূলের জেলা সভাপতি পদ ছাড়ার ইঙ্গিত দিলেন অনুব্রত মণ্ডল।তবে এখনই দায়িত্ব ছাড়ছেন না তিনি। ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে আসীন করে বীরভূমের জেলা সভাপতির দায়িত্ব ছাড়বেন অনুব্রত মণ্ডল।সোমবার বীরভূমের সিউড়ির ২ ব্লকের পুরন্দরপুরের বান্ধব সমিতির মাঠে তৃণমূলের বিজয়া সম্মেলনী সভা থেকে একথা জানালেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল।
সোমবার সিউড়ি ২নং ব্লকের পুরন্দরপুর এলাকার বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা,সাঁইথিয়ার বিধায়ক নিলাবতী সাহা সহ প্রমুখ। উল্লেখ্য, ওই এলাকার তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলাম বেশ কয়েক দিন আগে নিজের পদ ছাড়ার জন্য আবেদন করেছিলেন।সেই পরিপ্রেক্ষিতেই বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেন, “নুরুল খুব ভালো ছেলে। আমরা একসাথে রাজনীতি করেছি এবং একসাথে কাজ করেছি। আমি নুরুলকে বলব এখনই পদ না ছাড়ার কথা। আরেক বার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে দেওয়ার পর ছাড়তে হলে, একসাথে দুই দাদা ভাই মিলে ছাড়বো।”
তবে রাজনৈতিকভাবে বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের অনুব্রত মণ্ডলের যে প্রাধান্য পূর্বতন সময়ে দেখা গিয়েছিল, তা আর নেই।এমনকি ঝাঁঝালো বক্তব্য শোনা যাচ্ছে না অনুব্রত মণ্ডলের মুখে।সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতির কথা ভেবেই কি অনুব্রত মণ্ডল দল ছাড়ার কথা বলছেন? আগামী দিনে জেলার রাজনীতির রং কোন দিকে গড়াবে সে দিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct