নকীব উদ্দিন গাজী ও আসিফা লস্কর, ডায়মন্ডহারবার, আপনজন: ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে একদিকে প্রিন্সিপালের পদত্যাগের দাবি নিয়ে সকাল থেকেই অবস্থান বিক্ষোভে ডাক্তারি পড়ুয়ারা সহ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা। মূলত জুনিয়র চিকিৎসকদের দাবি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের প্রিন্সিপাল মাদার ও চাইল্ড হাপের কোটি কোটি টাকা দুর্নীতি করেছে অন্যদিকে থ্রেট কালচার সহ ১২ দফা দাবিকে সামনে রেখে তারা অবস্থান বিক্ষোভ চালাতে থাকে। তাদের দাবি প্রিন্সিপাল যতক্ষণ না পর্যন্ত এর সদ উত্তর দিচ্ছেন ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ চলতে থাকবে এমন কি মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এ তালা মেরে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে। তবে এই বিষয় নিয়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের উৎপল দা প্রিন্সিপালকে জিজ্ঞেস করা হলে তিনি জানায় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের বেশ কিছু জুনিয়ার চিকিৎসক ও পড়ুয়ারা কোশ্চেন বিক্রি থেকে শুরু করে টাকা নেওয়া ও জুনিয়ারদের থ্রেট কালচারের সাথে যুক্ত যে কারণেই নয় জন জুনিয়ার চিকিৎসক ও পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছে আজ তাদের হোস্টেল ছেড়ে দেওয়ার শেষ দিন যে কারণেই তারা পরিকল্পিতভাবে আমার দুর্নাম করার জন্যই এই পরিকল্পনা করেছে।
এই অবস্থান-বিক্ষোভ শামিল হয়েছে ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের অস্থায়ী কর্মীরা। এই অবস্থান বিক্ষোভের পাশাপাশি অস্থায়ী কর্মীদের কর্ম বিরতির ডাক আর তার জেরে ভেঙে পড়েছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসা পরিষেবা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে তালা মারা থাকায় ডায়মন্ড মেডিকেল কলেজের এমএসভিপি তন্ময় কুমার পাঁজা কাজে যোগদান করতে এসে ফিরে যান। জুনিয়র চিকিৎসক সৌম্যদ্বীপ বণিক তিনি বলেন, রাজ্যে আর কোথাও যাতে আরজিকর এর মতন ঘটনা যাতে না ঘটে সেই নিয়ে আমাদের এই অবস্থান বিক্ষোভ। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের হাসপাতালে ব্যাপক দুর্নীতি হয়েছে। এমনকি থ্রেট কালচারেরও সম্মুখীন হতে হয়েছে জুনিয়র চিকিৎসকদের এবং নার্সিং পড়ুয়ারাদের। যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষের তরফ থেকে সদ উত্তর না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমরা মোট বারো দফা দাবি নিয়ে এই আন্দোলনের সামিল হয়েছি।
সেই অবস্থান বিক্ষোভের মধ্যে আসেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে, মহকুমা শাসক অঞ্জন ঘোষ, সহ এসডিপিও সাকিব আহমেদ একদিকে তারা যেমন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকদের সাথে কথা বলেন ঠিক তেমনি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ও এমএসভিপির সাথে কথা হয়। জুনিয়র চিকিৎসকদের আশ্বস্ত করার পর একাডেমিক বিল্ডিং এর তালা খোলেন জুনিয়র চিকিৎসকেরা ও অবস্থান তুলে নেন তারা।
তবে এই দুই কর্মসূচির মাঝে পড়ে সকাল থেকেই বেশ কিছুক্ষণ রোগী পরিষেবা ব্যাহত হয়ে পড়ে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct